মালয়েশিয়ায় নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। নৌবাহিনীর কুচকাওয়াজের অংশ নিতে সামরিক মহড়া চলাকালীন মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে মধ্য আকাশে হেলিকপ্টার দুইটির সংঘর্ষ হয়।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তাসংস্থা রয়টার্স।
বিবৃতিতে নৌবাহিনী জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯.৩২ মিনিটে মালয়েশিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেরাকের লুমুত নৌ ঘাঁটিতে কুচকাওয়াজের মহড়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জড়িত বিমানদুটিতে ১০ জন ক্রু সদস্য ছিলেন।
আবারও শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ানআবারও শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান
বিবৃতিতে নৌবাহিনী আরও জানিয়েছে, "সংঘর্ষে মৃতদের সবাই ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং তাদের পরিচয় নিশ্চিত করতে লুমুত সেনা বেস হাসপাতালে পাঠানো হয়েছে।"
হেলিকপ্টারগুলোর মধ্যে একটিতে সাতজন যাত্রী ছিল যেটি আকাশেই বিধ্বস্ত হয়। আরেকটিতে তিনজন যাত্রী ছিল যেটি কাছাকাছি একটি সুইমিং পুলে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে মালয়েশিয়ান নৌবাহিনী।
এর আগে গত মার্চ মাসে, মালয়েশিয়ান কোস্ট গার্ডের একটি হেলিকপ্টার প্রশিক্ষণ ফ্লাইটের সময় দেশটির আংসা দ্বীপের কাছে সাগরে বিধ্বস্ত হয়। তখন হেলিকপ্টারের পাইলট, কো-পাইলট এবং অন্য দুই দুই যাত্রীকে জেলেরা উদ্ধার করে।
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com