শুরু করার বা শেখার কোনো বয়স নেই, এ কথা প্রমাণ করলেন ম্যারি ফোউলার। ৮৩ বছর বয়সে সম্মানজনক ডক্টরাল ডিগ্রি অর্জন করলেন আমেরিকান এই নারী। সম্প্রতি দেশটির হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে বেশি বয়সে ডক্টরাল করার রেকর্ড করেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম ইউপিআই জানায়, এর আগে ম্যারি ম্যাপল স্প্রিং ব্যাপিস্ট বাইবেল কলেজ অ্যান্ড সেমিনারি থেকে ব্যাচেলর ডিগ্রি ও দুটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিন বছর পড়াশোনার মধ্য দিয়ে ডক্টরাল ডিগ্রি অর্জন করেন তিনি।
ম্যারি স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘কখনো ভাবিনি, আমি এটা সম্ভব করতে পারব। স্কুল শেষ করেছি সেই ১৯৫৯ সালে। ডক্টরাল করার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারব কি না ভরসা করতে পারছিলাম না। দেরি বলে কিছু নেই। সবাইকে বলতে চাই, আমি যদি ৮৩ বছর বয়সে পারি, আপনারা কেন পারবেন না?’
ম্যারির এই পড়াশোনার পেছনে অনুপ্রেরণা ছিলেন তাঁর মা-বাবা। তিনি বলেন, ‘আমার মা-বাবার এমন সময় জন্ম, যখন তাঁদের পড়াশোনার সুযোগ ছিল না। আমরা বোন-ভাইয়েরা তাঁদের পড়তে ও লিখতে শিখিয়েছি।’
হাওয়ার্ড ইউনিভার্সিটি স্কুল অব ডিভাইনিটি ম্যারির এই অর্জনের খবরটি সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করেছে। সেখানে ম্যারিকে মাইলফলক অর্জনের জন্য অভিবাদন জানানো হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com