শিরোনাম
ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধে দুই শতাধিক পেঁপে গাছ নিধনের অভিযোগ দাগনভূঞায় সেতু আছে, সড়ক নেই। জনভোগান্তি চরমে বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ সংবাদ সম্মেলনে নিয়ামতপুরে বিএনপির উঠান বৈঠক – দৈনিক গনমুক্তি দিনাজপুরে পুষ্টির সচেতনতামূলক বৃদ্ধিকরন নিয়ে কর্মশালা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১৫ বছর পর চালু হলো ৩ কেবিন  পাথরঘাটায় প্রবাসী স্ত্রীকে মারধর করে টাকা-স্বর্ণালংকার লুট, ১৮ লাখ চাঁদা দাবি  নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ মামলার বাদীকে ভয়ভীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন নাটোরে জুঁই হত্যাকারীদের গ্রেফতারে আল্টিমেটাম, দিল বৈষম্যছাত্র বিরোধী আন্দোলন

রিয়ালেরই রাজত্ব, নাকি ডর্টমুন্ডের উত্থান

স্পোর্টস ডেস্ক / ২১৬ Time View
Update : শনিবার, ১ জুন, ২০২৪

এবার লা লিগা শিরোপা ঘরে তুলে কার্লো আনচেলোত্তি বলেছিলেন, তাঁর করা কোচিং ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের এই স্কোয়াডই সেরা। সেই সেরা দল নিয়েই আজ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের মঞ্চে নামবেন ইতালিয়ান এই কোচ। রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়ালের সামনে নিজেদের সাফল্যের গাথা রিয়ালেরই রাজত্ব, নাকি ডর্টমুন্ডের উত্থানআরো উঁচুতে নেওয়ার হাতছানি।

অন্যদিকে বরুশিয়া ডর্টমুন্ড ২৭ বছরের অপেক্ষা ফুরাতে চায় ওয়েম্বলিতে রিয়ালকে বিষাদে ডুবিয়ে।

সর্বশেষ ১০ বছরে রিয়ালের এটি ষষ্ঠ ফাইনাল। আগের পাঁচবারই তারা শিরোপা উৎসব করেছে। ১৯৮১ সালের পর আর কোনো ফাইনালে হারেনি তারা। ২০২১ সালে ফের দায়িত্ব নিয়েই লস ব্লাংকোদের শিরোপা জেতান আনচেলোত্তি।

গত জানুয়ারি থেকে কোনো ম্যাচ হারে না রিয়াল। অপরাজিত আছে টানা ২৫ ম্যাচ। সেই আত্মবিশ্বাস ডর্টমুন্ডের বিপক্ষেও কাজে লাগানোর প্রত্যয় আনচেলোত্তির, ‘প্রথমবার যখন এই শিরোপা জিতেছিলাম এবার জিতলেও একই অনুভূতি হবে। শনিবার ওয়েম্বলিতে স্নায়ুর লড়াই হবে।

এটাই স্বাভাবিক। আমরা প্রস্তুত হয়েই এসেছি। এই দল আমাকে অনেক আত্মবিশ্বাস দিচ্ছে। ছেলেদের আমি ফাইনাল নিয়ে মনোযোগী দেখেছি। তারা চ্যাম্পিয়নস লিগের মুডে আছে।

’ ১৯৯৭ সালের চ্যাম্পিয়ন ডর্টমুন্ডের ২০১৩ সালের ফাইনালে হৃদয় ভাঙার গল্প সঙ্গী হয়েছিল। সাফল্যমণ্ডিত রিয়ালের বিপক্ষেও কি তেমন কিছুই হবে? নাকি ইতিহাস বদলাতে পারবে জার্মান ক্লাবটি? দলটির কোচ এডিন টেরডিচ বলেছেন, ‘আমাদের নিজস্ব গল্প আছে। গত বছর থেকে আমাদের উত্থান-পতনের গল্প তৈরি হয়েছে। আমরা এমন এক দল, যারা বছরের পর বছর লড়াই করে এগোচ্ছি। এ কারণেই এখন আমরা ফাইনালে এবং রিয়াল মাদ্রিদের মতো দলের বিপক্ষে খেলতে নামছি।’

ওয়েম্বলিতে আজ ভাগ্য গড়ে দিতে পারেন রিয়ালের আক্রমণভাগ কিংবা ডর্টমুন্ডের রক্ষণভাগ। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহাম, হোসেলুরা আছেন ছন্দে। এবারের আসরে পাঁচটি করে গোল আছে ভিনি, রদ্রি ও হোসেলুর। আন্দ্রি লুনিন জ্বরে আক্রান্ত হওয়ায় আজ রিয়ালের গোলবার সামলাবেন অভিজ্ঞ থিবো কোর্তোয়া। ফলে দলের ভারসাম্য আরো বেড়েছে। পার্থক্য গড়ে দিতে পারেন ব্রাজিলিয়ান তারকা ভিনি। মৌসুমজুড়েই দুর্দান্ত ফুটবল খেলেছেন এই ফরোয়ার্ড। ব্যালন ডি’অর জেতার পথে বেলিংহামের সঙ্গে প্রবল লড়াইয়ে আছেন ভিনি। তবে শিরোপা ছুঁতে হলে প্রতিপক্ষের জমাট রক্ষণে ফাটল ধরাতে হবে তাঁদের।

কেননা ম্যাট হামেলস, নিকো শোটারবেক, ইয়ান ম্যাটসেনরা আছেন দারুণ ছন্দে। সেমিফাইনালের দুই লেগেই কিলিয়ান এমবাপ্পের পিএসজির বিপক্ষে গোলপোস্ট আগলে রাখতে সক্ষম হন তাঁরা। দলটির সেন্টার ব্যাক শোটারবেক যেমন বলেছেন, ‘রিয়ালের বিপক্ষেই সব সময় খেলতে চেয়েছি, কিন্তু আমরা কোনো ভয় পাচ্ছি না। আমরা এই মৌসুমে আন্ডারডগ, যেটা আমাদের সঙ্গে মানিয়েছে।’ রক্ষণের সঙ্গে দলটির আক্রমণে জ্যাডন সাঞ্চো, নিকলাস ফুলক্রুগরা যদি জ্বলে ওঠেন তাহলে আজ ভিন্ন গল্পও লিখতে পারে জার্মান ক্লাবটি। কিন্তু চ্যাম্পিয়নস লিগে রিয়াল বরাবরই দুর্বার। তাদের হারাতে হলে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে ডর্টমুন্ডকে। এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/