উপভোগ করলে কোনো কাজই কঠিন নয় -সোনালি বেন্দ্রে

বিনোদন ডেস্ক / ২৪৬ Time View
Update : বুধবার, ৫ জুন, ২০২৪

নব্বইয়ের দশকের অভিনেত্রীদের এখন ওটিটিতে জয়জয়কার। এ তালিকায় আছে সোনালি বেন্দ্রের নামও। ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভের ‘দ্য ব্রোকেন নিউজ’ সিরিজ দিয়ে দীর্ঘদিন পর অভিনয়জগতে ফিরেছিলেন এই জনপ্রিয় নায়িকা।

সম্প্রতি মুক্তি পেয়েছে এ সিরিজের দ্বিতীয় মৌসুম। সিরিজটি মুক্তির পর সোনালি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন আজকের প্রজন্মের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা।

সিরিজটিতে সোনালি ছাড়াও আছেন একঝাঁক তরুণ অভিনয়শিল্পী। মূল চরিত্রে আছেন জয়দীপ আহলাওয়াত, শ্রেয়া পিলগাঁওকরের মতো অভিনয়শিল্পীরা। তরুণ অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করলেন সোনালি।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘শ্রেয়া, জয়দীপ—দুজনই দারুণ অভিনেতা। তাদের থেকে অনেক কিছু শিখেছি। সত্যি বলতে, শুরুতে ভয়ে ছিলাম শ্রেয়া, জয়দীপের সঙ্গে তাল মেলাতে পারব কি না। আগে আমি ওদের অভিনয় দেখেছি। আমি জানি, ওরা চরিত্রের মতো নিজেদের গড়েপিঠে নিতে জানে। আমার সময় থেকে এখন ইন্ডাস্ট্রিতে অনেক কিছু বদলে গেছে। কাজের ধরন-ধারণ একদমই বদলে গেছে।’

আগের তুলনায় এখন কাজ করা কঠিন, না সহজ? সোনালির জবাব, ‘আমার মতে, আমরা যখন কাজকে উপভোগ করি, তখন কোনো কাজই কঠিন বলে মনে হয় না। তবে সব কাজের মধ্যে নিশ্চয় চ্যালেঞ্জ থাকে।

কোনো কাজেই বিনা পরিশ্রমে পরিপূর্ণতা পাওয়া যায় না। আর পরিশ্রম ব্যতীত কোনো কিছুই অর্জন করা যায় না। আমি সব সময় বলি যে শর্টকাট বলে কিছু হয় না। শুধু বলার জন্য এটা বলা হয়। নতুন কাজ নিশ্চয় চ্যালেঞ্জিং হয়। কারণ, এক নতুন যুগের সঙ্গে আমি কাজ করছি। কাজের দুনিয়ায় এখন অনেক বদল এসেছে। তরুণ শিল্পীদের সঙ্গে যখন কাজ করি, তখন ভাবি যে কীভাবে নিজেকে প্রস্তুত করব। আমাকে যেন তাদের থেকে আলাদা না লাগে। সময়ের সঙ্গে নতুন সবকিছুকে আপন করে নিতে জানতে হয়।’

বড় পর্দা আর ওটিটির মধ্যে তফাতের প্রসঙ্গে সোনালি বলেছেন, ‘বড় পর্দা হোক বা ওটিটি—দুই ক্ষেত্রেই ক্যামেরার সামনে অভিনয় করতে হয়। শুধু প্রতিটি চরিত্রের দাবি আলাদা হয়। ছবিতে সময় কম, তাই নিজেকে পুরোপুরিভাবে তুলে ধরার সুযোগ কম পাওয়া যায়। আর যেহেতু সিরিজ দীর্ঘ হয়, তাই নিজের প্রতিভা দেখানোর সুযোগ অনেক বেশি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/