লোকসভা নির্বাচন : জেলে থেকেও জয়ী কাশ্মীরের বিপ্লবী নেতা রশিদ

অনলাইন ডেস্ক / ২৫৩ Time View
Update : বুধবার, ৫ জুন, ২০২৪

লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন ভারত শাসিত কাশ্মিরের সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ আবদুল রশিদ। প্রায় পাঁচ বছর ধরে কারাগারে বন্দি রয়েছেন তিনি।

জেলে থাকলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে শুধু নির্বাচন করেন তাই নয়, বিপুল ভোটের ব্যবধানে জয়ও ছিনিয়ে আনেন শেখ আবদুল রশিদ।

গণমানুষের কাছে ইঞ্জিনিয়ার নামে পরিচিত রশিদ ২০১৯ সাল থেকে সন্ত্রাসী অর্থায়নের মামলায় তিনি তিহারের কারাগারে রয়েছেন। তবে দীর্ঘ কারাবাস তার জয় ঠেকাতে পারেনি। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে এক লাখ ভোট পেছনে ফেলে নিজের জয় নিশ্চিত করেছেন তিনি।

বারামুল্লা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দলের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে পরাজিত করেছেন।

আজ মঙ্গলবার এক এক্সবার্তায় ওমর আবদুল্লাহ লেখেন, আমি মনে করি, এই অনিবার্যতাকে মেনে নেওয়ার সময় এসেছে। উত্তর কাশ্মীরে জয়ের জন্য ইঞ্জিনিয়ার রশিদকে অভিনন্দন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/