শিরোনাম
তেল সিন্ডিকেটেরই জয় – দৈনিক গনমুক্তি নবীনগরে ভূট্টায় কৃষকের স্বপ্ন – দৈনিক গনমুক্তি নওগাঁ সদর উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা বিয়ের প্রতিশ্রুতিতে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনএসআই মাঠ কর্মকর্তা বিরুদ্ধে মধুখালীতে গোল্ডেন পরিবহনের চাপায় এক ভ্যান যাত্রী নিহত সেনবাগে বৃদ্ধের বসতঘর ভংচুর, পিটিয়ে হাত ভাঙ্গল ভাতিজা নরসিংদীর মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে চলছে জাটকা নিধন সপ্তাহ ব্যাপী অভিযানে ফেনী ব্যাটালিয়ান ৪ বিজিবির কোটি টাকার মালামাল আটক ডাকবাংলায় আব্দুল মালেক ও বাবুল মাস্তানের দাপট: ফের সক্রিয় অপরাধ জগতে পৌনে এক কোটি টাকার কালভার্টের মূল কাজ শুরু হয়নি ৪ বছরেও,দুর্ঘটনা ও ভোগান্তিতে ৫০গ্রামের বাসিন্দা

আমি একশ ভাগ পেশাদার: রোনালদো

স্পোর্টস ডেস্ক / ২৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

বছরের পর বছর চলে যাচ্ছে। ক্রিস্তিয়ানো রোনালদো যেন থেকে যাচ্ছেন একইরকম। আগের মতোই আবেগ নিয়ে খেলেন। পর্তুগালের হয়ে করে যাচ্ছেন পারফর্মও। ৩৯ বছর বয়সে এবারের ইউরোতে যাচ্ছেন তিনি। এটি তার ক্যারিয়ারে রেকর্ড ষষ্ঠ ইউরো।

ইউরোপ ছেড়ে রোনালদোর ঠিকানা এখন সৌদি আরবে। আল নাসেরে হয়ে সবশেষ মৌসুমেও ৫০টি গোল এসেছে তার পা থেকে। এবার ইউরোতেও তার কাছে প্রত্যাশা থাকবে ভালো কিছুর। চেক রিপাবলিকের বিপক্ষে পর্তুগালের প্রথম ম্যাচের আগে এসব নিয়ে কথা বলেছেন রোনালদো।

তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমি শারিরীক ও মানসিকভাবে ভালো আছি। সবসময় নিজেকে সেরা উপায়ে প্রস্তুত করি। আমি একশ ভাগ পেশাদার। সবসময়ের মতোই দেশকে সাহায্য করতে ও কোচের সিদ্ধান্তকে সম্মান জানাতে তৈরি থাকবো।’

এখন অবধি পর্তুগালের হয়ে ২০৭ ম্যাচে মাঠে নেমে ১৩০ গোল করেছেন রোনালদো। বিশ্বে জাতীয় দলে তার চেয়ে বেশি গোল করেননি আর কেউ। পাঁচবার জিতেছেন ব্যালন ডি’অর, ২০১৬ সালে হয়েছেন ইউরোর চ্যাম্পিয়নও। আরও একবার এই শিরোপা জেতার স্বপ্ন দেখছেন রোনালদো।

তিনি বলেন, ‘জানি খুব বেশি বছর বাকি নেই আমার। বছরের পর বছর ধরে খেলা একটা উপহারের মতো। আমার বয়স ৩৯ বছর, আর প্রতিটি বছরই হচ্ছে নিজেকে উপভোগ করার। জাতীয় দলের জন্য গোল করা স্পেশাল ব্যাপার। জাতীয় দল আমার জীবনের বড় ভালোবাসা। এবার ইউরো জেতা হবে স্বপ্নের মতো।’

‘আমার জন্য, জাতীয় দলের হয়ে খেলাটা একটা প্যাশন, ভালোবাসা। যেকোনো খেলাই স্পেশাল, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও। এটা আমার ষষ্ঠ ইউরো, যেটি একটা রেকর্ড। ২০০৪ সালে অভিষেকের সময় হোক বা এখন, আমার একই রকম গর্ব ও প্যাশন নিয়ে খেলি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/