পদ্মা সেতুর মাওয়া প্রান্তে তীব্র যানজট

অনলাইন ডেস্ক / ২২৫ Time View
Update : শুক্রবার, ১৪ জুন, ২০২৪

ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়ায় অতিরিক্ত গাড়ীর চাপে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোররাত থেকে এ যানজন ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার দূরে শ্রীনগর উপজেলায়। এতে ঘরমুখো যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা টোল দেওয়ার অপেক্ষায় থেকে চরম বিড়ম্বনার শিকার হতে হয়।

শুক্রবার ভোররাত থেকে এ যানজট ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার দূরে শ্রীনগর উপজেলা পর্যন্ত। এতে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা টোল দেওয়ার অপেক্ষায় থেকে চরম ভোগান্তি শিকার হতে হয়।

মাওয়া ট্রাফিক জোনের টিআই পরিদর্শক জিয়াউল হক জিয়া জানান, বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে দিয়ে সকাল থেকে দক্ষিণবঙ্গমুখী গাড়র চাপ বেড়েছে।

সেই সঙ্গে পদ্মা সেতু দিয়ে চলাচলরত ট্রাকগুলোর ওজন মাপা স্কেলে সমস্যা দেখা দিলে ট্রাকের দীর্ঘ সারি পড়ে যায় মহাসড়কে। ফলে যানজট ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার পর্যন্ত।

জিয়াউল হক জিয়া আরও জানান, ভোর থেকে এ যানজট শুরু হয়। যানজট অনেকটা কমে গেছে। টোলপ্লাজা থেকে এক কিলোমিটার দূরে দোগাছি পর্যন্ত এখন গাড়িগুলো টোল দেওয়ার অপেক্ষায় আছে। আশা করছি শিগগিরই এ যানজট নিরসন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/