শিরোনাম
রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলে বড় অস্ত্র মামলা পশুরহাট ইজারায় স্বস্তির বাতাস – দৈনিক গনমুক্তি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলে বড় অস্ত্র মামলা সুন্দরবনে অস্ত্র গুলিসহ জলদস্যু বাহিনীর দুই সহযোগী আটক, দুই জেলে উদ্ধার ধামরাইয়ে উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের ৪র্থ তলার টয়লেট থেকে লাশ উদ্ধার  অর্থ বরাদ্দের দুই মাসেও সরকারি ঢেউটিন আসেনি উপজেলায় গাইবান্ধায় পদোন্নতিপ্রাপ্ত তিন পুলিশ সদস্যের  র‍্যাংক ব্যাজ পরিধান বৃহত্তর আমরা খুলনাবাসীর দাবি গল্লামারী ব্রিজ দ্রুত বাস্তবায়ন করতে হবে জর্ডানে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে নিষেধাজ্ঞা – দৈনিক গনমুক্তি গাজায় একদিনে আরও ৪৪ জনকে হত্যা ইসরায়েলের

ট্রাম্পের ওপর হামলায় সন্দেহভাজন নিহত

স্পোর্টস ডেস্ক / ৯৪ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর সন্দেহভাজন হামলাকারীর নাম জানিয়েছে এফবিআই। সন্দেহভাজনের নাম থমাস ম্যাথিও ক্রুকস। খবর বিবিসির।

২০ বছর বয়সী ওই তরুণ থাকতেন পেনসিলভানিয়ার বেথেল পার্কে। এফবিআই এক বিবৃতিতে এমনটি জানিয়েছে।

পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলা হয়। কয়েক রাউন্ড গুলির পর সিক্রেট সার্ভিসের এজেন্টরা সাবেক প্রেসিডেন্টকে ঘিরে ফেলেন। দ্রুত তাকে মঞ্চ থেকে নামিয়ে অপেক্ষারত গাড়িতে তুলে নেওয়া হয়। পরে তিনি নিউ জার্সিতে বাড়িতে যান।

রিপাবলিকান ন্যাশনাল কমিটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি ভালো আছেন। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তিনি কৃতজ্ঞ।

এফবিআই বলছে, তারা এ ঘটনাকে ট্রাম্পের হত্যাচেষ্টা হিসেবে দেখছে। ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে ট্রাম্প বলেন, একটি গুলি তার ডান কানের উপরের দিক ভেদ করে গিয়েছে।

ট্রাম্প লেখেন, আমি বুঝতে পেরেছিলাম কোনো ঝামেলা হচ্ছে। আমি বাতাসের শব্দ শুনলাম, গুলি হলো। তৎক্ষণাৎ আমি বুঝতে পারলাম বুলেট আমার চামড়া ভেদ করে যাচ্ছে। ট্রাম্প লেখেন, অনেক রক্তপাত হচ্ছিল। আমি বুঝতে পারলাম কী হচ্ছিল।

গুলির পর ট্রাম্পের কানে ও মুখে রক্তের স্পষ্ট দাগ দেখা যায়। নিরাপত্তা অফিসাররা তার কাছে ছুটে যান।

এফবিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার সক্রিয় তদন্ত চলমান।

মার্কিন সিক্রেট সার্ভিসের স্নাইপার ঘটনাস্থলেই সন্দেহভাজনকে গুলি করে হত্যা করে। সংস্থাটির মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি।

তিনি বলেন, গুলিতে এক প্রত্যক্ষদর্শী নিহত হয়েছেন এবং দুজন গুরুতর আহত হয়েছেন। তিন ভুক্তভোগীই পুরুষ বলে পরে জানান কর্মকর্তারা।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো সিবিএস নিউজকে জানিয়েছে, ক্রুকসের হাতে ছিল এআর- স্টাইল রাইফেল। নির্বাচনী প্রচারণাস্থল থেকে কয়েকশ মিটার দূরের এক ভবন থেকে তিনি গুলি চালান।

স্পেশাল এজেন্ট কেভিন রোজেক নিশ্চিত করেন, তারা গুলির ঘটনাকে ট্রাম্পকে হত্যায় চালানো চেষ্টা বলে মনে করছেন।

তিনি বলেন, ক্রুকের সঙ্গে কোনো পরিচয়পত্র ছিল না। তদন্তকারীরা ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাকে শনাক্ত করেন।

হত্যাচেষ্টার উদ্দেশ্য এখনো জানতে পারেননি বলে জানান রোজেক।

 

ট্রাম্পের ওপর হামলাকারী কে এই টমাস ম্যাথিউ?

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস। ২০ বছর বয়সী এই তরুণ পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বেথেল পার্ক এলাকার বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা এফবিআই। হামলার পেছনের কারণ খতিয়ে দেখছে তারা।

স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ার বাটলার এলাকায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। তখনই তার ওপর এ হামলার ঘটনা ঘটে। পাশের একটি ভবনের ছাদ থেকে গুলি চালান ক্রুকস। হামলার পর ট্রাম্পের একটি কান থেকে রক্ত ঝরতে দেখা যায়। এ সময় গুলিতে নিহত হন সমাবেশে অংশ নেয়া এক ব্যক্তি। গুরুতর আহত হন দুজন।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটারদের তালিকা থেকে জানা গেছে, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিরই একজন নিবন্ধিত ভোটার ছিলেন ক্রুকস। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ট্রাম্প। এই নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেয়ার জন্য প্রাপ্তবয়স্ক হতেন ক্রুকস। হামলা চালানোর সময় তার হাতে এ আর-১৫ আধা স্বয়ংক্রিয় রাইফেল ছিল বলে মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

বাটলার এলাকায় যেখানে ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটেছে, সেখান থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে বসবাস করতেন ক্রুকস। হামলার পর রোববার যুক্তরাজ্যের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ‘বিশেষ নিরাপত্তার কারণে’ বেথেল পার্ক এলাকার আকাশপথ বন্ধ করে দিয়েছে তারা।

২০২১ সালের যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের জমা দেয়া নথি অনুযায়ী, ক্রুকসের বয়স যখন ১৭ বছর, তখন ‘অ্যাক্টব্লু’ নামের একটি সংগঠনে ১৫ ডলার অনুদান দিয়েছিলেন তিনি। এই সংগঠন বামপন্থী ও ডেমোক্রেটিক পার্টির রাজনীতিবিদদের জন্য তহবিল সংগ্রহ করে থাকে। ক্রুকসের ওই অনুদান ‘প্রোগ্রেসিভ টার্নআউট প্রজেক্ট’ নামের ডেমোক্রেটিক পার্টি সমর্থিত একটি গোষ্ঠীকে দেয়া হয়েছিল।

ক্রুকসের বাবা ম্যাথিউ ক্রুকস (৫৩) সিএনএনকে বলেছেন, কী ঘটেছে, তা বোঝার চেষ্টা করছেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলার আগে ছেলের সম্পর্কে কিছু বলতে চান না তিনি।

সংবাদমাধ্যম পিটসবার্গ ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে বেথেল পার্ক হাইস্কুল থেকে পাস করেছিলেন ক্রুকস। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ম্যাথ অ্যান্ড সায়েন্স ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় ‘স্টার অ্যাওয়ার্ড’ হিসেবে ৫০০ ডলার পুরস্কার পেয়েছিলেন তিনি। আর নিউইয়র্ক টাইমসের প্রকাশিত একটি ভিডিওতে এক অনুষ্ঠানে তাকে ডিপ্লোমা সনদ নিতে দেখা গেছে।

ক্রুকসের পরিচয় শনাক্তের বিষয়ে এফবিআই কর্মকর্তা আজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘হামলাকারীর বায়োমেট্রিক তথ্য সম্পর্কে নিশ্চিত হতে তার ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। এ ছাড়া তার বিভিন্ন ছবিও খতিয়ে দেখা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/