শহীদদের রাষ্ট্রীয় সম্মান দেওয়ার দাবি জামায়াত নেতা মাসুদের

নিউজ ডেস্ক / ১৮৩ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের রাষ্ট্রীয় সম্মান দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, ‘আমাদের এই শহীদদের আত্মত্যাগের কথা ভুলে গেলে চলবে না। তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদান করতে হবে। নতুন বাংলাদেশে আবার যেন কোনও ফ্যাসিবাদের জন্ম হতে না পারে, সে ব্যাপারে সজাগ ও সচেতন থাকতে হবে।’

বুধবার (৪ সেপ্টেম্বর) দলের মতিঝিল দক্ষিণ থানার উদ্যোগে রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা ’৪৭ সালে একবার স্বাধীনতা অর্জন করেছি। তখন মনে হয়েছিল, আমাদের হয়তো আর স্বাধীনতা লাগবে না। কিন্তু পরক্ষণেই দেখা গেলো, আমাদেরকে শাসনের নামে শোষণ করা হচ্ছে। ’৭১ সালেআবারও জীবন দিয়ে মানুষ তার প্রিয় স্বদেশকে মুক্ত করলো। তখন একটি স্বাধীনতা আমরা পেলাম। তখনও আমাদের মনে হয়েছিল, আমরা হয়তো মুক্ত হয়েছি। আসলে তখন স্বাধীনতা ঠিকই পেয়েছিলাম, কিন্তু একটি পরিবার সেই স্বাধীনতাকে তাদের নিজস্ব অর্জন মনে করে, বাংলাদেশের মানুষকে গোলাম হিসেবে চিন্তা করে, আমাদের জিম্মি করে ফেলেছিল।’

তিনি বলেন, ‘২০২৪ সালে ৫ আগস্ট আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এই সংগ্রামে যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে এই দেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছেন, তারা আমাদের জাতীয় বীর। সেসব শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/