হেড-মার্শ ঝড়ে পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়ার রেকর্ড

নিউজ ডেস্ক / ১৭৪ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজিমাত করা জেক ফ্রেসার-ম্যাকগুর্ককে শূন্যতে বিদায় করে ব্রেন্ডন ম্যাকমুলেন যেন সপ্তম স্বর্গে! এডিনবার্গে অস্ট্রেলিয়াকে প্রথম টি-টোয়েন্টিতে ১৫৫ রানের লক্ষ্য দেওয়ার পর স্কটল্যান্ড দারুণ শুরু করে। কিন্তু কত বড় ঝড় আসছে, তা টের পায়নি তারা।

নতুন ব্যাটার মিচেল মার্শ নিজের প্রথম বলেই ম্যাকমুলেনকে চার মারলেন। ওই ওভারে এক উইকেটের বিনিময়ে অজিরা করে ৫ রান। ওপেনিংয়ে নামা ট্র্যাভিস হেড পরের ওভারে দ্বিতীয় বলে চার মেরে রানের খাতা খুললেন। তারপর থেকে শুরু হলো বিধ্বংসী ব্যাটিং, দুই প্রান্ত থেকে হেড ও মার্শ চালালেন রানমেশিন।

দ্বিতীয় ওভারে ১৩ এবং পরের ওভারে ২০ রান এলো। চতুর্থ ওভারে হেডের আগ্রাসী ব্যাটে এলো ১৯ রান। পঞ্চম ওভারে তো মার্শ তিনটি করে চার ও ছয় মেরে ৩০ রান তুললেন।

পাওয়ার প্লের শেষ ওভারের প্রথম বলে চার মেরে হেড ১৭ বলে যৌথভাবে অস্ট্রেলিয়ার দ্রুততম হাফ সেঞ্চুরি করলেন। পরের তিন বলে ৬, ৪, ৪। তাতে অস্ট্রেলিয়া গড়ে ফেললো বিশ্ব রেকর্ড। গত বছর সেঞ্চুরিয়ানে প্রথম ৬ ওভারে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০২ রান করেছিল, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে এতদিন ছিল সর্বোচ্চ।

বুধবার সেটাকে ছাপিয়ে গিয়ে অস্ট্রেলিয়া করলো ১১৩ রান! হেড একাই করেন ৭৩ রান, ২২ বলে ১২ চার ও ৪ ছয়ে। মার্শ ১১ বলে ৫ চার ও ৩ ছয়ে ৩৯ রানে অপরাজিত ছিলেন। অবশ্য যে কোনও ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লেতে সর্বোচ্চ ১২৫ রান করেছে সানরাইজার্স হায়দরাবাদ। সবশেষ আইপিএলে দিল্লির বিপক্ষে এই রেকর্ড গড়ে দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/