খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত আরেকজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ইউসুফ হোসেন নামে ওই রোগীর মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হলো।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে নড়াইলের নড়াগাতি এলাকার ইউসুফ হোসেন (৬৩) শুক্রবার হাসপাতালে ভর্তি হন। শনিবার সকালে মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় একজন মারা গেলেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জনের মৃত্যু হলো।’
ডা. সুহাস রঞ্জন আরও বলেন, ‘সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন তিন জন এবং গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন দুজন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ডেঙ্গু আক্রান্ত ১৭ জন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এই হাসপাতালে এসেছেন ১৩৬ জন।’
https://slotbet.online/