কুমিল্লার দাউদকান্দিতে দিনদুপুরে এক যুবককে কুপিয়ে হত্যার পর ডান হাত কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।
নিহত মো. মহিউদ্দিন (৩০) ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং পেশায় রংমিস্ত্রি ছিলেন। ওলানপাড়া গ্রামের একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, মহিউদ্দিন মাদকাসক্ত ছিলেন।
মহিউদ্দিনের মা মনোয়ারা বেগম ও বড় ভাই মো. মহসীন জানান, মহিউদ্দিন রংমিস্ত্রি হিসেবে কাজ করতো। রাজনৈতিক কোনও দলের সঙ্গে সম্পৃক্ত ছিল না। কোনও শক্রও ছিল না। কিন্তু কে বা কারা শনিবার দুপুরে বসতবাড়িসংলগ্ন মসজিদের কাছে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ডান হাত বিচ্ছিন্ন করে নিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহিউদ্দিন গৌরীপুর বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। সে সময় একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা করে তাকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল নাঈম বলেন, মহিউদ্দিনকে মৃত অবস্থায় আনা হয়েছে। তার ডান হাত পাওয়া যায়নি। কনুইয়ের ওপর থেকে হাত বিচ্ছিন্ন করা হয়েছে। হাত বিচ্ছিন্ন করার পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। এ ছাড়া মাথা-পাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রোমেন বড়ুয়া বলেন, ‘ধারণা করছি, মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। কারা ঘটনায় জড়িত এখনও জানা যায়নি। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হবে।’
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com