১০ সেপ্টেম্বর ‘দাবি দিবস’ পালনের আহ্বান

নিউজ ডেস্ক / ১৭২ Time View
Update : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

সারা দেশে সমাবেশ, মানববন্ধন ও মিছিলের মাধ্যমে আগামী ১০ সেপ্টেম্বর সারা দেশে ‘দাবি দিবস’ পালন করবে বাম গণতান্ত্রিক জোট।

কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে ওই দিন সারা দেশে বাম জোটের জেলা-উপজেলা শাখাকে এই কর্মসূচি সফল করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) জোটের পক্ষ থেকে কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজের সই করা গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বাম গণতান্ত্রিক জোটের দাবিগুলো হচ্ছে— বিশেষ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, রেশনিং চালু, খেলাপি ঋণ ও পাচারের টাকা উদ্ধার, দুর্নীতিবাজ, ঋণখেলাপি, অর্থপাচারকারীদের বিচার, সম্পদ বাজেয়াপ্ত, সংস্কারের রূপরেখাসহ রোডম্যাপ ঘোষণা ও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার, গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করা।

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে উদ্বেগ প্রকাশ

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ভারতের সেনাবাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবিলায় প্রস্তুত থাকতে এবং বক্তব্যে বাংলাদেশের নাম উল্লেখ করার বিষয়ে উদ্বেগ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোটে।শনিবার জোটের নেতারা এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বাম নেতারা বলেন,  ইসরায়েল-হামাস যুদ্ধ, যা মার্কিন সাম্রাজ্যবাদের মদতে ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং  রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিকে তুলনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিবেশী দেশের দায়িত্বশীল একজন মন্ত্রীর পক্ষ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

বিবৃতিতে নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। এ সময়ে প্রতিবেশী দেশের মন্ত্রীর এ ধরনের বক্তব্য দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/