জম্মু-কাশ্মীরে এক দশক পর নির্বাচন আজ

অনলাইন ডেস্ক / ১৪৫ Time View
Update : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

এক দশক পর জম্মু ও কাশ্মীরে আবার বিধানসভা ভোট হচ্ছে। জম্মু ও কাশ্মীরে ৯০টি বিধানসভা আসনের মধ্যে আজ বুধবার প্রথম দফায় ২৪টিতে ভোট হতে চলেছে। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, বিজেপি, কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে এই নির্বাচনে প্রার্থীর সংখ্যা ৯০৯।

প্রথম পর্বের নির্বাচনে দক্ষিণ কাশ্মীরের চার জেলা পুলওয়ামা, কুলগাম, অনন্তনাগ ও শোপিয়ানের ১৬টি এবং জম্মুর চন্দ্রভাগা উপত্যকার জেলা ডোডা, কিস্তওয়ার ও রামবনের আটটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে।

তবে ২০১৪ সালের মতো পূর্ণ রাজ্য হিসেবে হচ্ছে না এবারের নির্বাচন। কারণ ৩৭০ ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা খোয়ানোর পাশাপাশি রাজ্যের তকমাও হারিয়েছে জম্মু ও কাশ্মীর। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে আগামী ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ২৬ আসনে এবং ১ অক্টোবর তৃতীয় তথা শেষ দফায় ৪০ আসনে ভোটগ্রহণ হবে। ভোটগণনা হবে আগামী ৮ অক্টোবর।

গত সোমবার জম্মু ও কাশ্মীরের প্রথম দফার ভোটের প্রচারণার শেষ দিনে কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘আবার উপত্যকায় সন্ত্রাসবাদ পুনরুজ্জীবনের চেষ্টা শুরু হয়েছে, কিন্তু তা সফল হবে না।’ বিরোধীদের নিশানা করে তিনি আরো বলেন, ‘যতই চেষ্টা করা হোক, ৩৭০ আর কোনো দিন ফেরানো যাবে না।’ গত সোমবার ডোডা, কিস্তওয়ার ও রামবন জেলায় তিনটি জনসভায় অংশ নেন শাহ।

সূত্র : এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/