ইরানের একটি খনিতে বিস্ফোরণে ৫১ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা আজ রোববার এই তথ্য দিয়েছে।
খবরে বলা হয়, তাবাস খনিতে বিস্ফোরণের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৫১ হয়েছে। ইরনার আগের খবরে নিহত ব্যক্তির সংখ্যা ৩০ বলে উল্লেখ করা হয়েছিল।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, কয়লার খনিটির অবস্থান ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশে। সেখানে গ্যাস বিস্ফোরণ হয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্সের খবরে আরও বলা হয়, মিথেন গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সে সময় খনিতে ৬৯ জন কর্মী কাজ করছিলেন। গতকাল শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে বিস্ফোরণ ঘটে।
খনি বিস্ফোরণে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com