তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ বেতারকে জনগণের জীবনের গল্প প্রচার করতে হবে। একইসঙ্গে বেতারকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকেও নির্মোহভাবে প্রচার করতে হবে। বেতারের অনুষ্ঠান তৈরিতে রাষ্ট্রের স্বপ্ন ও জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বেতারের আধুনিকায়ন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নিউ মিডিয়ার উপযোগী করে বেতারে বৈচিত্র্যময় অনুষ্ঠান তৈরি করতে হবে। বেতারের অনুষ্ঠান যত যুগোপযোগী হবে, বেতার তত জনগণের কাছাকাছি যেতে পারবে।
বেতারে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বার্তা প্রচারের পাশাপাশি জনগণের জীবনের গল্প প্রচারের ওপর তিনি গুরুত্বারোপ করেন। উপদেষ্টা বেতারের সংস্কার প্রস্তাব প্রণয়ন করে তা দ্রুত উপস্থাপনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সভা শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাতীয় বেতার ভবন আধুনিকায়ন ও ডিজিটাল স্টুডিওসহ মাস্টার কন্ট্রোল রুমের উদ্বোধন করেন এবং বেতারের অনুষ্ঠান ও বার্তা বিভাগের স্টুডিও পরিদর্শন করেন।
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com