আমেরিকান রক গিটারিস্ট জেক ইলি। যিনি ১৯৮০-এর দশকে ওজি অসবোর্নের ব্যান্ডের সদস্য হিসেবে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন। সম্প্রতি কুকুরকে বেড়াতে নিয়ে যাওয়ার সময় আততায়ীর গুলিতে আহত হয়।
এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৬৭ বছর বয়সী প্রবীণ রক গিটারিস্ট বর্তমানে লাস ভেগাসের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন।
লাস ভেগাস মেট্রো পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে যে ঘটনাটি রাত ২টা ৪০ নাগাদ ঘটেছিল এবং এটি রাস্তায় ‘এলোপাথাড়ি গুলি’ চালানোর ঘটনা বলেই মনে করছেন সেখানকার অফিসাররা।
আমেরিকান রক গিটারিস্ট জেক ইলি
ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে গায়ক ওজি অসবোর্ন জানান, ‘জেক ইলিকে দেখেছি ৩৭ বছর হয়ে গেল। কিন্তু তাও ওর উপরে গুলি চলার ঘটনা মেনে নিতে পারছি না। ওর এবং ওর মেয়ে জেডের জন্য আমার সমবেদনা রইল। দ্রুত সুস্থ হয়ে উঠুক এই আশাই রাখব।’
প্রসঙ্গত, রোডসের মৃত্যুর পরে ১৯৮২ সালে ওসবার্নের প্রধান গিটারিস্ট হিসেবে জেক ইলি দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি ‘বার্ক অ্যাট দ্য মুন’ ও ‘দ্য আলটিমেট সিন’ এর মতো ক্লাসিক অ্যালবামের অংশ ছিলেন। ও
সবার্নের সঙ্গে কাজ করা ছাড়াও, তিনি হেভি মেটাল গ্রুপ ব্যাডল্যান্ডস প্রতিষ্ঠা করেছিলেন রে গিলেন এবং এরিক সিঙ্গারের সঙ্গে। ২০১৩ সালে তিনি রেড ড্রাগন কার্টেল ব্যান্ডও গঠন করেন।