শিরোনাম
জাজিরার বিলাশপুরে ককলেট দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ অসুস্থ নবজাতকের চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড  বাগেরহাটের মোড়েলগন্ঞ্জে বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ  প্রশংসায় ভাসছে শ্রীপুরের ইউএনও ব্যারিস্টার সজীব আহমেদ দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে : রাশেদ খাঁন মানিকগঞ্জে অবৈধ  লেগুনার কবলে প্রাইভেট কার লন্ডভন্ড মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীতে জেলা যুবদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ইসলামপুরে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসবে পুণ্যার্থীর ঢল  ডামুড্যায় ঈদের ছুটিতে ও থেমে নেই পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা কার্যক্রম

ব্লুমবার্গের ২০২৪ সালের ধনী পরিবারের তালিকার শীর্ষস্থানে যারা

অনলাইন ডেস্ক / ৪১ Time View
Update : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
ওয়ালটন পরিবারের কর্নধাররা। ফাইল ছবি : এএফপি

অর্থনীতিবিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গ ২০২৪ সালের ধনী পরিবারের তালিকা প্রকাশ করেছে। সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াল্টন পরিবার। সবমিলিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মোট ২৫টি ধনাঢ্য পরিবার এ তালিকায় স্থান পেয়েছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের শেষে বিশ্বের সবচেয়ে ধনী পরিবার হলো ওয়ালমার্টের ওয়ালটন পরিবার। তাদের সম্পদের পরিমাণ ৪৩২.৪ বিলিয়ন ডলার।

ওয়ালটন পরিবারের শীর্ষস্থানে ফিরে আসা
ওয়ালটন পরিবার ব্লুমবার্গের তালিকার শীর্ষ ধনী পরিবারের তালিকায় ফিরে এসেছে মূলত ওয়ালমার্টের শেয়ারের কারণে। ২০২৪ সালে এই প্রতিষ্ঠানের শেয়ারের দাম ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে তাদের সম্পদ মাত্র ১২ মাসে ১৭২.৭ বিলিয়ন ডলার বেড়ে গেছে।

অর্থাৎ, তাদের সম্পদ দৈনিক ৪৭৩.২ মিলিয়ন ডলার বা প্রতি মিনিটে ৩২৮,৫৭৭ ডলার বেড়েছে। এর ফলে এবার তারা ২০২৩ সালে ব্লুমবার্গ তালিকায় শীর্ষে থাকা দুবাই রাজপরিবারকেও ছাড়িয়ে গেছে।

ওয়ালমার্টের সম্পদের ভিত্তি তৈরি করেছিলেন স্যাম ওয়ালটন। তিনি কৌশলগতভাবে তার সন্তানদের মধ্যে সম্পদ ভাগ করে দেন, যাতে পরিবারটি একত্রে থাকে এবং তাদের সম্পদ ক্রমাগত বাড়তেই থাকে।

বিশ্বের শীর্ষ পাঁচ ধনী পরিবার

১. ওয়ালটন পরিবার (ওয়ালমার্ট) : ৪৩২.৪ বিলিয়ন ডলারের মালিক তারা, যা কোম্পানির ৪৬ শতাংশ শেয়ার থেকে এসেছে। এই তিন প্রজন্মের পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে। ওয়ালমার্টের ১০,৬০০টিরও বেশি স্টোর রয়েছে।

২. আল নাহিয়ান পরিবার (সংযুক্ত আরব আমিরাত) : ৩২৩.৯ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল নাহিয়ান। এই পরিবারটি তেলসমৃদ্ধ অঞ্চল শাসন করে। তা ছাড়া তারা আবুধাবির শেয়ার মার্কেটের ৬৫ শতাংশ নিয়ন্ত্রণ করে।

৩. আল থানি পরিবার (কাতার) : ১৭২.৯ বিলিয়ন ডলারের মালিক এই পরিবার তৃতীয় স্থানে রয়েছে। গ্যাস এবং তেলই তাদের মূল সম্পদ।

৪. হারমেস পরিবার (ফ্রান্স) : বিলাসবহুল পণ্য প্রস্তুতকারী এই পরিবারের সম্পদের পরিমাণ ১৭০.৬ বিলিয়ন ডলার।

৫. কোখ পরিবার (যুক্তরাষ্ট্র) : ১৪৮.৫ বিলিয়ন ডলারের সম্পদসহ তেল ব্যবসায় যুক্ত তিন প্রজন্মের এ পরিবার।

বিশ্বের শীর্ষ ১৫ ধনী পরিবারের তালিকা (২০২৪)
১. ওয়ালটন, ২. আল নাহিয়ান, ৩. আল থানি, ৪. হারমেস, ৫. কোখ, ৬. আল সাউদ (১৪০ বিলিয়ন ডলার), ৭. মার্স (১৩৩.৮ বিলিয়ন ডলার), ৮. আম্বানি, ৯. ভেরথেইমার (৮৮ বিলিয়ন ডলার), ১০. থমসন (৮৭.১ বিলিয়ন ডলার), ১১. জনসন (৭২.৪ বিলিয়ন ডলার), ১২. আলব্রেখট (৬০.২ বিলিয়ন ডলার), ১৩. প্রিৎসকার (৫৯.৪ বিলিয়ন ডলার), ১৪. কারগিল-ম্যাকমিলান (৫৬ বিলিয়ন ডলার), ১৫. ওফার (৫৫.৬ বিলিয়ন ডলার)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/