সংসদে প্রথম ভাষণে মোদী সরকারের কঠোর সমালোচনা প্রিয়াঙ্কা গান্ধীর

অনলাইন ডেস্ক / ৩৯ Time View
Update : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সংসদে প্রথমবার ভাষণ দিলেন সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। নিজের প্রথম ভাষণেই মোদি সরকারকে তোপ দেগে তিনি বললেন, গত ১০ বছরে সংবিধানের রক্ষাকবচ দুর্বল হয়েছে। ওয়ানড়ের সাংসদের মতে, ২০২৪ লোকসভা নির্বাচনে যদি এনডিএ আরও বেশি আসন পেত তাহলে পালটে যেত সংবিধান। সেই সঙ্গে মোদি সরকারকে প্রিয়াঙ্কার বার্তা, নেহরুকে কটাক্ষ করা ছাড়া এনডিএ আর কী করেছে সেটা জানানো হোক।

ভারতীয় সংবিধান সংসদে গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এদিন লোকসভায় বিশেষ অধিবেশন ছিল। সেখানে প্রথম বক্তব্য রাখেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নাম না করে রাহুল গান্ধীকে তোপ দেগে রাজনাথ বলেন, “কয়েকজন শুধু সংবিধান পকেটে নিয়ে ঘোরে। বিদেশের মাটিতে বসে ভারতকে অপমান করে। কিন্তু আমরা সংবিধানের কাছে মাথা নত করি।”

প্রতিরক্ষামন্ত্রীর ভাষণ শেষ হওয়ার পরেই বক্তব্য রাখতে শুরু করেন প্রিয়াঙ্কা। গৌতম আদানি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতিসক্রিয়তা থেকে শুরু করে নির্বাচনী প্রচারে সংবিধান বদলের ‘হুমকি’- সমস্ত ইস্যুতেই মোদি সরকারকে তুলোধোনা করেছেন তিনি।

নিজের প্রথম ভাষণে প্রিয়াঙ্কা বলেন, “গত ১০ বছরে এনডিএ সরকারের আমলে সংবিধানের রক্ষাকবচ অনেকখানি দুর্বল হয়েছে। যদি এবারের নির্বাচনে এনডিএ আরও বেশি আসন পেত তাহলে নিশ্চয়ই বদলে দিত ভারতের সংবিধান।”

সংবিধান সংক্রান্ত বিশেষ অধিবেশনে ভাষণ দিলেও প্রিয়াঙ্কার কথায় উঠে আসে আদানি ইস্যু। ওয়ানড়ের কংগ্রেস সাংসদের তোপ, ১৪২ কোটি মানুষকে ঠকিয়ে একজনকে সুবিধা দিয়েছে সরকার। প্রিয়াঙ্কা আরও বলেন, ভুয়ো মামলা দায়ের করে বিরোধী নেতাদের কণ্ঠরোধের চেষ্টা চলছে মোদি সরকারের আমলে।

সাংসদ হিসাবে লোকসভায় প্রথম ভাষণ দিতে গিয়ে ২০১৭ সালের উন্নাও ধর্ষণ এবং ২০২০ সালের হাথরসের গণধর্ষণের কথাও বলেন। মসজিদে সমীক্ষা ঘিরে সম্ভলে যেভাবে অশান্তি ছড়িয়েছে, তিনজনের মৃত্যু হয়েছে, সেই নিয়েও সরব হন প্রিয়াঙ্কা।

প্রথমবার সংসদে ভাষণ দিচ্ছেন কন্যা। গর্বের সেই মুহূর্তের সাক্ষী থাকতে লোকসভার গ্যালারিতে হাজির ছিলেন সোনিয়া গান্ধী। বোনের ভাষণ শেষ হতে এগিয়ে এসে শুভেচ্ছা জানান রাহুল গান্ধীও। ওয়ানড় সাংসদের মন্তব্যের বিরোধিতা করলেও তাঁর কথা মন দিয়ে শুনতে দেখা যায় বিজেপি সাংসদদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/