দিনাজপুরের খানসামায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

Reporter Name / ৬৭ Time View
Update : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫


দিনাজপুর প্রতিনিধি

  • আপডেট সময় :
    ০৪:৩৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫




    ৩৮

    বার পড়া হয়েছে

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News)
ফিডটি

দিনাজপুরের খানসামা উপজেলার পাকের হাটে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জানুয়ারি জেলার খানসামা উপজেলার পাকের হাট এলাকার বাইপাস রোড এলাকায় চৌধুরী রাইস মিল চত্বরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মানবতার নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছে গোটা দেশ। দেশের চলমান অস্থিরতা মোকাবেলায় তার উপস্থিতি অনস্বীকার্য। সেই সাথে আগামী নতুন প্রজন্মের নেতা তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে তৃণমূল কর্মীদের আরো দৃশ্যমান ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

পরে সেখানে কয়েকটি এতিমখানা শিশু, থানা বিএনপিও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল পরিমাণ জনতা উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আজকের এই দোয়া মাহফিলের মূল উদ্দেশ্য হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা। আমরা মহান সৃষ্টিকর্তার নিকট দ্রুত তার রোগ মুক্তির জন্য প্রার্থনা জানাচ্ছি। তিনি সুস্থ হয়ে আবারো দেশের হাল ধরবেন এমন আশা করছে গোটা দেশের মানুষ। বিএনপি এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। আমাদের নেতা জনাব তারেক রহমান এখন আরো দক্ষ ও মানবিক। তার দেশে প্রত্যাগমন চায় ১৮ কোটি জনগণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দেশের আদর্শের সাথে কখনো বেইমানি করেনি আগামীতেও করবে না। আমরা মালিক নই আমার সেবক হতে চাই। সেবাই হবে আগামী প্রজন্মের মূল স্রোত দ্বারা।

উল্লেখ্য যে, সাবেক সেনা কর্মকর্তা কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরী সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের জন্য তিনি অনেকগুলি কারখানা স্থাপনে এবং জাতীয় পরিচয় পত্র তৈরিতে সংশ্লিষ্ট ছিলেন।তিনি রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন ডিগ্রী লাভ করেন। এরপরে নেদারল্যান্ডস হতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তিনি দেশে-বিদেশে অনেক প্রশিক্ষণ গ্রহণ করেছেন । এছাড়াও তিনি সিয়েরা লিওন, সুদান এবং সৌদি আরবে শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালন করেন।

মহসিন আলী শাহ এর সঞ্চালনায় দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট আব্দুল হালিম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি হাফিজুর রহমান সরকার, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী, খানসামা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহেদ শাহ, উপজেলা বিএনপি’র সদস্য আজিজুর রহমান শাহ, ৪ নং খামারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর চৌধুরী, বিএনপি নেতা আব্দুল জলিল সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেয়।


নিউজটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/