শিরোনাম

গন্তব্যে পৌঁছাতে অবিচল – দৈনিক গনমুক্তি

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫


শাহাদাত হোসেন শাহীন

  • আপডেট সময় :
    ১১:৩৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫




    ৩০

    বার পড়া হয়েছে

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News)
ফিডটি

গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, দেশ ও জাতির স্বপক্ষে অব্যাহত পথচলার ৫১ বছর পূর্ণ করে আজ দৈনিক গণমুক্তি’র পদার্পণ ঘটলো ৫২ বছরে। মানুষের যাপিত জীবনের চিত্র ধারণ করার পাশাপাশি আমাদের প্রিয় বাংলাদেশের উন্নয়নের স্বপক্ষে সব সময়ই সরব দৈনিক গণমুক্তি। সকল শ্রেণীপেশার মানুষের মধ্যে দেশপ্রেম, ধর্মীয় মূল্যবোধ, সম্প্রীতির স্রোতধারা সৃষ্টি হোক। জাতীয় উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার তাগিদ রয়েছে আমাদের সকল প্রয়াসে।

ছাত্র-জনতার রক্তঝরা আন্দোলন গণতন্ত্রের পথচলায় নতুন গতি সঞ্চার করেছে। মহান মুক্তিযুদ্ধের পর জনগণের অধিকার আদায়ে উচ্চমূল্য দেয়ার ঘটনা এটাই দ্বিতীয়। মত প্রকাশে স¦াধীন পরিবেশের স্বাদ পাচ্ছে জাতি। এ অবস্থায় দেশবাসীর প্রত্যাশাÑ সকল ধর্ম, বর্ণ ও মতের সমন্বয়ে গড়ে উঠুক জাতীয় ঐক্য। গণতন্ত্রের মৌলিক চেহারা উপহার দিতে রাজনৈতিক দলগুলোকে জাতীয় স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ছাত্র-জনতার আত্মত্যাগের মূল্যায়ন যেন কোনোভাবেই কৃপণতার কবলে না পড়েÑ দেশবাসীর এমন প্রত্যাশার সঙ্গী আমরাও।

আমাদের সম্পাদকীয় নীতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে সবধরণের চ্যালেঞ্জ অতিক্রম করে দৈনিক গণমুক্তি তার পথচলায় আত্মবিশ্বাসী। দৈনিক গণমুক্তি প্রতিষ্ঠালগ্ন থেকেই মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করে আসছে। আমরা চাই, প্রাতিষ্ঠানিক গণতন্ত্র নিশ্চিত হোক। আমরা আশা করিÑ দেশের প্রতিটি নাগরিক, রাজনৈতিক দলসহ গোটা রাষ্ট্রব্যবস্থায় সম্পৃক্তরা জাতীয় উন্নয়নের স্বপক্ষে নতুন করে অবিচল ও দৃঢ় অবস্থান গ্রহণ করবে।

৫২ বছরে পদার্পণের এই অনিন্দ সুন্দর মূহুর্তে পিছু ফিরে দেখার তাগিদ রয়েছে। গণমুক্তি’র যাত্রা শুরু হয় ১৯৭২ সালে অর্ধ-সাপ্তাহিকের মধ্যদিয়ে। অর্ধ-সাপ্তহিক থেকে ১৯৭৬ সালে সাপ্তাহিক হিসেবে যাত্রা শুরু করে গণমুক্তি। এরপর ১৯৮১ সালে দৈনিক পত্রিকা হিসেবে পাঠক মহলে গ্রহণযোগ্যতা অর্জনে সক্ষম হয় গণমুক্তি। ১৯৯৯ সালে দৈনিক পত্রিকা হিসেবে সরকারি ঘোষণাপত্র পাওয়ার পর থেকে গণমুক্তি আত্মবিশ্বসী যাত্রা শুরু করে। পাঠকবর্গের সাড়া পেয়ে গণমুক্তি দায়িত্বশীল ভূমিকা রেখেই প্রকাশিত হয়ে আসছে একান্ন বছর ধরে। প্রতিষ্ঠাকাল থেকে ৩০ জানুয়ারি ২০০১ সাল পর্যন্ত সম্পাদক ও প্রকাশকের দায়িত্বে ছিলেন সাবেক সাংসদ মফিজুর রহমান রোকন। ২০০১ সাল থেকে আমাদের শুভাকাক্সিক্ষ, সাংবাদিক ও বিজ্ঞাপণদাতাদের প্রচেষ্টায় ধীরে ধীরে সারাদেশে গণমুক্তি’র পাঠকপ্রিয়তা বাড়ার মধ্যে দিয়ে আজ সকল মহলে সমাদৃত।
৫১ বছর অব্যাহত পথচলা একটি পত্রিকার জন্য মোটেও কম সময় নয়। ৫২ বছরে পদার্পনের এই শুভক্ষণে আমাদের দৃঢ় উচ্চারণÑ গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা অঙ্গীকারবদ্ধ। স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ, ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীন সাংবাদিকতার মশাল নিয়েই এগিয়ে যাবে দৈনিক গণমুক্তি। দৈনিক গণমুক্তির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের অগ্রযাত্রায় পাঠকবর্গ, বিজ্ঞাপণদাতা, শুভানুধ্যায়ীদের সহযোগিতা অব্যাহত থাকবে এ বিশ্বাস আছে। সৎ, সাহসী এবং দায়িত্বশীল সাংবাদিকতার পথ পরিক্রমায় দৈনিক গণমুক্তি তার গন্তব্যে পৌঁছাতে সব সময়ই অবিচল।


নিউজটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/