ফেনী জেলা প্রতিনিধি
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
গত ২৮শে জানুয়ারী ২০২৫ইং মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে ফেনীর সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও ফেনী সদর উপজেলা ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সৌরভ তালুকদার সরকারি বিধি বহিভূক্ত ফসলি জমির টপ সয়েল কেঁটে বিক্রির অপরাধের বিরুদ্বে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের উওর শিবপুর গ্রামে অভিযান পরিচালনা করে আবুল কাশেম পিতা আবদুল হককে ৩০, ০০০/= হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। ইতিপূর্বে তিনি ফেনী সদর উপজেলায় এ ধরনের ফসলি জমির টপ সয়েল কেটে বিক্রির অভিযোগের এবং গোপন প্রাপ্ত সংবাদের ভিক্তিতে বহু অভিযান পরিচালনা করেন।
যা ফেনীর অন্যান্ন উপজেলা থেকে তিনি জিরো টলারেন্স নীতিতে অবিচল। এ অভিযানের সত্যতা যাচাইয়ে উনার সাথে যোগাযোগ করা হলে , তিনি অভিযানের সত্যতা সঠিক বলে জানান , আরও বলেন ২০১০ ভুমি আইনের বিধান মতে বালু ও কৃষি জমির টপ সয়েল রক্ষায় জেলা প্রশাসক ফেনীর নির্দেশ ক্রমে উক্ত অভিযান চলমান আছে এবং আগামীতে ও বলবৎ থাকবে ।
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com