শিরোনাম

নাটোরে একুশে বইমেলা উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫


স্টাফ রিপোর্টার

  • আপডেট সময় :
    ০৩:০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫




    ১৬

    বার পড়া হয়েছে

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News)
ফিডটি

নাটোরে একুশে বইমেলা উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত গতকাল শুক্রবার ২১ ফেব্রুয়ারি বিকেলে সদর থানার সংলগ্ন মাঠে জেলা প্রশাসন এর আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রওশন আলী এর সভাপতিত্বে শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী ওমর একুশে বইমেলা উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা করা হয়েছে।

বইমেলাটি ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আসমা শাহীন। অনুষ্ঠানে শিশুদের হাতে লেখা ও চিত্র অংকন প্রতিযোগিতা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বক্তব্যে বলেন মাতৃভাষা আমাদের ঐতিহ্য এটিকে ধরে রাখতে হবে এটি আমাদের সতীতা এবং এই বাংলা ভাষা আমরা তখনই আমাদের মাঝে ধরে রাখতে পারবো যখনই আমাদের প্রজন্ম প্রজন্মের পর প্রজন্ম রেগুলার বই পড়ে এবং বইয়ের প্রতিটি অক্ষরের মাধ্যমে এবং আমাদের প্রাত্যহিক চর্চার মাধ্যমে আমাদের বাংলা ভাষাকে আমরা আমাদের মত করেই ধারণ করতে পারব এবং সামনের দিকে নিয়ে যেতে পারবো আমরা দেখছি যে বর্তমানে একটা অস্থির একটা অবস্থা বিরাজ করছে বা আমাদের মধ্যে বর্তমান প্রজন্মের মধ্যে ডিজিটাল ডিভাইজ গুলো ব্যবহারে যে অত্যাধিক ব্যবহার দেখা যাচ্ছে এটি কমানোর জন্য তাদেরকে বই পড়ার প্রতি আকৃষ্ট করতে হবে। কিছুদিন পূর্বে জাতীয় গ্রন্থাগার দিবস আমরা পালন করেছি আমি তখন দেখলাম আমাদের এখানে কি চমৎকার লাইব্রেরী আছে এছাড়া আমাদের নাটোরে বিভিন্ন রকমের লাইব্রেরী আছে এবং এই লাইব্রেরীতে আপনারা যদি সন্তানদের নিয়ে সপ্তাহে একদিনও লাইব্রেরীতে যান তাদের মধ্যে বই পড়ার অভ্যাসটা গড়ে উঠবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম, সিভিল সার্জন নাটোর ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফিন। অনুষ্ঠান টি সঞ্চালনায় জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খানের সঞ্চালনা এ বক্তব্য রাখেন অধ্যাপক অশীশ স‍্যান‍্যাল, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ ফরিদ উদ্দিন, ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী। আরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম আসমা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ নাটোর শামীম ভূঁইয়া, পৌর আহ্বায়ক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পৌর কমান্ড শেখ মোহাম্মদ ইউসুফ, নাটোর, সদস্য জেলা মুক্তিযোদ্ধা কমান্ড হাসাউদ জামান ভুলু, ও সদস্য সচিব বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নাটোর উপজেলা কমান্ড নাটোর সদর নাটোর, এম এ কুদ্দুস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন।


নিউজটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/