খায়রুল আনাম, কেশবপুর (যশোর) প্রতিনিধি
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সাইকেলিংয়ে সারাদেশের ভেতর মেয়েদের মধ্যে আবারও প্রথম স্থান অধিকার করেছে কেশবপুরের প্রিয়া খাতুন। রোববার বিকেলে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী প্রিয়া খাতুন অংশ নিয়ে দেশসেরা হয়ে স্বর্ণপদক অর্জন করে।
এর আগে সে উপজেলা, জেলা, বিভাগ ও খুলনা-বরিশাল বিভাগের গোলাপ অঞ্চল থেকে জয়লাভের পর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। সাইকেলিংয়ে সারাদেশের ভেতর মেয়েদের মধ্যে প্রিয়া খাতুনের প্রথম হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ। গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু বলেন, তার বিদ্যালয়ের ছাত্রী প্রিয়া খাতুন কেশবপুর উপজেলার রাজনগর বাকাবর্শী গ্রামের শাহজাহান মোড়ল ও লাকি বেগমের মেয়ে। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম বলেন, আগামী ২৭ফেব্রুয়ারি প্রিয়া খাতুনের হাতে দেশসেরার পুরস্কার হিসেবে স্বর্ণপদক তুলে দিবেন আয়োজক কর্তৃপক্ষ। প্রিয়া খাতুন তার এ সাফল্যে খুশি প্রকাশ করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, গতবছর রাজশাহীতে অনুষ্ঠিত ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রিয়া খাতুন সাইকেলিংয়ে দেশসেরা হয়। প্রিয়ার এ সাফল্যের কারণে এবার প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে তাকে একটি রেসলিং সাইকেল উপহার দেয়া হয়। ওই সাইকেল নিয়েই এবারও দেশসেরার গৌরব অর্জন করেছে প্রিয়া খাতুন।
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com