ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
সুন্দরবনকে রক্ষা এবং প্লাস্টিক পলিথিন বর্জনের লক্ষ্যে পিরোজপুরের ভান্ডারিয়ায় রূপান্তরের আয়োজনে ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) সকালে উপজেলার শিয়ালকাঠী মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের পূর্বে শিক্ষার্থীদের নিয়ে একটি রেলি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সভা অনুষ্ঠানের শেষ হয়।
শিয়ালকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্তের প্রধান শিক্ষক কে এম সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপান্তর পিরোজপুর জেলা সমন্বয়কারী ও প্রজেক্ট কর্মকর্তা সাহিদা বানু সোনিয়া, অত্র প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ,ভান্ডারিয়া উপজেলা যুব ফোরামের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম সোহাগ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। অনুষ্ঠান শেষে “সুন্দরবন রক্ষা করি, প্লাস্টিক পলিথিন বর্জন করি” এই শিরোনামের উপরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং প্লাস্টিক পলিথিন সহ ময়লা আবর্জনা সংগ্রহকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
https://slotbet.online/