স্টাফ রিপোর্টার
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
নাটোরে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নাটোর জেলা শাখার বাসদ এর র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত। গতকাল ২৫ শে ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪ টার সময় কানাই খালি পুরাতন বাস টার্মিনালে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা সদস্য সন্ধ্যা পাহাড়ীর সভাপতিত্বে র্যালি ও সমাবেশ করা হয়েছে। এক র্যালি শহরে প্রধান প্রধান সড়ক পদক্ষেণ করে পুরাতন বাস টার্মিনালে শেষ করা হয় সেখানে সমাবেশ করা হয়।
বাসদ সদস্য সচিব মোবারক হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক দেবাশীষ রায়, র্যালি ও সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী ও লিখিকা শাহানা আকতার মহুয়া। সমাবেশের সংহতি জানান সিপিবি জাতীয় পরিষদের সদস্য চন্দন সিদ্ধান্ত, আরো বক্তব্য রাখেন মহিলা ফোরামের সদস্য শারমিন আক্তার, অনন্যা, শ্রাবন্তী, মর্জিনা বেগম, আদরী পাহাড়ি, সদস্য আশীয নিয়োগী সহ অনেকেই। বক্তাগণেরা বলেন নাটোর জেলা সহ সারাদেশে নারী -শিশু ধর্ষণ -নির্যাতনের সকল ঘটনায় জড়িতদের গ্রেফতার কর, দৃষ্টান্তমূলক শাস্তি দাও গণপরিবহন সহ সর্বত্র নারীর নিরাপত্তা নিশ্চিত কর- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অপচেষ্টাসহ সকল নারী বিদ্বেষী কর্মকান্ড বন্ধ কর।
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com