তিতাসের সরকারি জায়গায় আওয়ামীলীগ নেতার বহুতল ভবন

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫


তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

  • আপডেট সময় :
    ০৪:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫




    ১৩

    বার পড়া হয়েছে


module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 0; ?AI_Scene: (6, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Night;
cct_value: 0;
AI_Scene: (6, -1);
aec_lux: 0.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News)
ফিডটি

কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে সরকারি খাস জায়গা দখল করে বাজার কমিটির সভাপতি ও আ’লীগের মনোনীত সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সরেজমিনে বাতাকান্দি বাজারে গিয়ে দেখা যায় একটি বহুতল ভবনের নির্মাণ কাজ চলমান স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,জগতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান ৫ আগস্টের আগেই বিল্ডিং নির্মাণের কাজ শুরু করেছেন তখন থেকেই বাজারের ব্যবসায়ীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলে আসছিল যে ভূমি কর্মকর্তাদের যোগসাজশে, মজিবুর রহমান আঃলীগের চেয়ারম্যান হওয়ায় আজ সরকারি জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করছে। যদি অন্য কেউ এমন জবর দখল করতো তাহলে প্রশাসন এসে বন্ধ করে দিতেন এবং আ’লীগ নেতাদের বিশাল অংকের চাঁদা দিতে হতো।

ব্যবসায়ীরা আরও বলেন,২৫ ফেব্রুয়ারী সকালে সরকারি সার্ভেয়ার এসে পরিমাপ করেছেন এবং সরকারি জায়গায় নির্মাণাধীন বিল্ডিংয়ে লাল চিহ্ন দিয়ে গেছেন। এসময় গণমাধ্যম কর্মীদের দেখে একাধিক স্থানীয় বাসিন্দা এসে নাম প্রকাশ না করার শর্তে বলেন, মজিবুর রহমান চেয়ারম্যানের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি, তিনি আ’লীগের প্রভাব খাটিয়ে সরকারি জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করতেছে,আজ যখন সরকারি সার্ভেয়ার এসে পরিমাপ করে প্রমাণ পেয়েছে, তাই আমাদের দাবি দ্রুত নির্মাণাধীন বিল্ডিং উচ্ছেদ করে সরকারি জায়গাটি দখল মুক্ত করা হোক।

এবিষয়ে মজিবুর রহমান চেয়ারম্যান বলেন,বাতাকান্দি গ্রামের মৃত বারি ডাক্তারের ওয়ারিশদের কাছ থেকে জায়গাটি কিনেছি,তবে আমার বিল্ডিংয়ের সামনের কিছু অংশ বিএস রেকডে ডিসির নামে উঠেছে, আমি আদালতে মামলা করেছি, মামলাটি বিচারাধীন আছে। তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা বলেন, সরকারি সার্ভেয়ারঘটনাস্থলে গিয়ে জায়গাটি পরিমাপ করে আসছে, আমাকে চুরান্ত প্রতিবেদন দিলে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।


নিউজটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/