মোঃ সাদ্দাম হোসেন, (কুমিল্লা উত্তর) প্রতিনিধি
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের পশ্চিম পাড়ায় এক প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রাত আনুমানিক দুইটায় মকবুল হাজীর বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়। জানা যায় , প্রায় ১৩ সদস্যের একটি ডাকাত দল রাতের আঁধারে বাড়িতে প্রবেশ করে। দুবাই প্রবাসী মকবুল হাজীর বড় ছেলেকে হাত-পা বেঁধে তারা পরিবারের অন্য সদস্যদের জিম্মি করে রেখে প্রায় ৫০ মিনিট ধরে পুরো বাড়ি তছনছ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগীরা জানান, ডাকাতির সময় কেউ প্রতিরোধের চেষ্টা করলে তাদের ভয়ভীতি দেখানো হয় এবং অস্ত্রের মুখে সবাইকে চুপ থাকতে বাধ্য করা হয়। ঘটনার পরপরই স্থানীয়রা মসজিদের মাইকে ডাকাত আসার খবর জানিয়ে গ্রামবাসীকে জাগ্রত করে এবং ডাকাতদের ধরার চেষ্টা করে। চেষ্টা করেও ডাকাতদের ধরতে ব্যর্থ হয় গ্রামবাসী। পরে পুলিশকে খবর দেন তারা।
পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, “ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং তদন্ত শুরু করেছি। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা নিরাপত্তা জোরদার ও নিয়মিত টহলের দাবি জানিয়েছেন।
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com