শিরোনাম
জুড়ীতে ডিবি হাতে ৪১০ ইয়াবাসহ ০১ জন আটক  কিশোরগঞ্জে নিকলী সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারও মাদক নির্মূলে সংবাদ সম্মেলন করছেন  পলাশবাড়ীতে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রবি গ্রেফতার বিএমএসএস ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ এর আগমণে সিলেট জেলা ২০৯৭ শ্রমিক জোটের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান হবিগঞ্জের বয়োজ্যেষ্ঠ  সাংবাদিক আব্দুল জলিলকে বার লাইব্রেরীর ভিতরে আইনজীবী চড়থাপ্পড় চানখারপুলে গণহত্যায় হাবিবসহ আসামী আট ইন্টারনেট ব্যবহারীদের দুয়ারে সুখবর – দৈনিক গনমুক্তি হাসিনাসহ শেখ পরিবারের ১০ জনের এনআইডি লকড দুই মেয়েকে দেখে হাসিই, কাল হলো পারভেজের আমরা চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই

পাইকগাছায় ইট ভাটা বন্ধের নির্দেশনায় চরম ক্ষতির সম্মুখে মালিক ও শ্রমিকরা

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

আদালতের নির্দেশনা বাস্তবায়নে পাইকগাছা উপজেলা প্রসাশন ৭দিনের মধ্যে ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন। এ নির্দেশনার পর ভাটা মালিক ও হাজার হাজার শ্রমিকরা পড়েছে চরম বিপাকে। এ বিষয়ে ভাটা মালিকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের দুর্ভোগ ও দুর্গতির কথা তুলে ধরেন।

ভাটা মালিকরা জানান,আমাদের ভাটার ছাড়পত্র বা লাইসেন্স না থাকলেও। আমরা মহামান্য হাইকোর্টে লাইসেন্স ও ছাড়পত্রের জন্য রিট পিটিশন করেছি। আমরা ভাটার কার্যক্রম অব্যাহত রেখেছি, এখন ভরা সিজন।এসময় ভাটা বন্ধ হলে কোটি কোটি টাকা লোকসানে পড়বে ভাটা মালিকরা।

এদিকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে মঙ্গলবার দুপুরে ইটভাটা মালিক’রা করনীয় বিষয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। আল্লারদান ( এডিবি) ব্রিকস এর মালিক মো,আব্দুল জলিলের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন এসএকে ( মা) ব্রিকস এর মালিক রুহুল আমিন খাঁন, ত্রি-স্টার ব্রিকস এর- আশরাফুল আলম, মেসার্স এএসএম ব্রিকস এর – জি,এম অহেদুজ্জামান,সরদার ( এমএসবি) ব্রিকস এর- কামাল সরদার, বিএকে ব্রিকস এর-এম মহিউদ্দিন খান,এসএম ব্রিকস( এসএম)- নাজমুল হুদা মিথুন ও বিসমিল্লাহ ( বিবিএম) ব্রিকস এর মালিক খলিলুর রহমান।

সভায় ভাটা মালিকরা মানবিক আবেদন জানিয়ে বলেন,বিগত ২০১২-২০১৩  সালে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে ও ডিসি’র অনুমতি ও লাইসেন্স, প্রতিবছর সরকারি রাজস্ব,ভ্যাট,আয়কর, ভোক্তা অধিকার,ফাঁয়ার সার্ভিস,শ্রম অধিকার সনদ নিয়ে ইটভাটা পরিচালনা করে আসছি।

এসময় ভাটা মালিক আশরাফুল ইসলাম বলেন, ভাটা বন্ধ হলে আমরা মাঠে মারা যাব। সব শেষ হয়ে যাবে। এছাড়া উপজেলায় ১৩ টি ভাটায় প্রায় অর্ধ লক্ষ নারী পুরুষ শ্রমিকের কাজ করছে। যদি বন্ধ হয়ে যায় তাহলে এ লোকগুলো বেকার হয়ে পড়বে। আমরা ভাটা মালিকরা দেউলিয়া হয়ে পড়বো।

ইটভাটা শ্রমিক আনিস গাজী জানান, ঈদের আগে যদি ভাটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের হাজার হাজার পরিবারের লোকদের নিয়ে রাস্তায় বসতে হবে। আমাদের কথা ভেবে যদি চলমান এসিজনটা একটু সুযোগ সরকার দেয় তাহলে আমরা উপকৃত হব।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, আদালতের নির্দেশনার বাইরে কিছু করার নেই। পরিবেশ বজায় রাখতে আইন প্রয়োগ করতে হবে।

মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নম্বর-১৩৭০৫/২০২২ এর প্রেক্ষিতে হাইকোর্ট প্রদত্ত নির্দেশনা মতে চলতি ৭ মার্চ এর মধ্যে উপজেলার সকল অবৈধ ইটভাটা বন্ধ ও ভাটায় কাঠের ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/