ময়মনসিংহে মিশুক চালকের মরদেহ উদ্ধার

Reporter Name / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫


ময়মনসিংহ প্রতিনিধি

  • আপডেট সময় :
    ০৩:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫




    ১৯

    বার পড়া হয়েছে

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News)
ফিডটি

 

ময়মনসিংহ নগরীর উত্তর দাপুনিয়া এলাকায় টুটুল আহমেদ (২৭) নামের এক মিশুক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে ময়মনসিংহ নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর দাপুনিয়া এলাকার একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত টুটুল আহমেদ গাজীপুরের ভবানীপুর মনিপুর গ্রামের আইনুল আলীর ছেলে। তবে তিনি ময়মনসিংহ নগরীর উত্তর দাপুনিয়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। দাম্পত্য জীবনে টুটুল দেড় বছর বয়সী ছেলে সন্তানের জনক।
নিহতের শ্বশুরবাড়ির স্বজনরা বলেন, গতরাতে ইফতারের পর বাজারে যাওয়ার কথা বলে টুটুল বাড়ি থেকে তার মিশুক গাড়িটি নিয়ে বেরিয়ে যান। এরপর তিনি আর রাতে বাড়ি ফিরে আসেনি। সকালে মরদেহ পড়ে আছে শুনে এসে দেখেন টুটুল খুন হয়েছে। তারা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে চালককে খুন করে মিশুকটি ছিনতাই করা হয়েছে। তবে ঘটনার তদন্তে প্রকৃত কারণ জানা যাবে।


নিউজটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/