মাগুরা প্রতিনিধি
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
আমরা শিশুটির হত্যার বিচার দ্রুত কার্যকর দেখতে চাই। আমাদের সমাজে আজ নোংরা অপসংস্কৃতি বিরাজমান। এই নোংরা অপসংস্কৃতির কারণে সমাজে নানা ধরনের অসঙ্গতি ঘটছে। এই নোংরা অপসংস্কৃতি বন্ধ করতে হবে।
আজ শনিবার সকাল ১০টায় মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্যাতনে মারা যাওয়া শিশুটির রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।
তিনি বলেন, ‘শিশুটি আজ নেই কিন্তু তার পরিবার আছে। আমাদের সবাইকে তার পরিবারের পাশে দাঁড়াতে হবে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিচার দ্রুত কার্যকর হোক এটা আমাদের দাবি। তাদের এমন বিচার হওয়া দরকার যেন দেশবাসী সেই বিচার দেখে খুশি হয়।’
তিনি আরও বলেন, আপনারা বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখেন। বিচার তার আপন গতিতে গতিশীল। আমরা সঠিক বিচার পাবো। বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় শিশুটির পরিবারের সঙ্গে আছে। আমাদের স্থানীয় নেতাকর্মীরা তাদের সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষা করে চলবে।
এর আগে তিনি সোনাতুন্দি গোরস্থানে শিশুটির রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন। শেষে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে তাদের বাড়িতে যান। এসময় তার মা না থাকায় তিনি তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের খোঁজ খবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com