তিতাসে রামভদ্রা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত 

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫


নাঈম সরকার, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

  • আপডেট সময় :
    ০৪:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫




    ১৯

    বার পড়া হয়েছে


module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 0; ?AI_Scene: (200, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Night;
cct_value: 0;
AI_Scene: (200, -1);
aec_lux: 0.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News)
ফিডটি

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার তিতাস উপজেলার রামভদ্রা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ২য় বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২০মার্চ দিন ব্যাপী উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে রামভদ্রা যুব কল্যাণ পরিষদ এর আয়োজনে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন নাজিলের মাসে একঝাঁক তরুণদের প্রাণপণ প্রচেষ্টায় এক জমকালো আয়োজনের মাধ্যমে দ্বি-বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৫ইং এতে বিজ্ঞ বিচারকমন্ডলী সেরা হাফেজ নির্বাচনে কাজ করেন। সকাল থেকে শুরু হওয়া বিকাল পর্যন্ত  কোরআন থেকে তেলায়তের মাধ্যমে সেরা হাফেজ নির্বাচন করা হয়েছে।

 

বিজয়ীদের হাতে প্রায় লক্ষাধিক টাকার উপহার সামগ্রি তুলে দেওয়া হয়। প্রথম অধিবেশনে প্রথম ১০ পারা কোরআন তেলওয়াত  প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করেন, হাফেজ মাহবুব হাসান,দ্বিতীয় হন হাফেজ আয়মান সরকার ও তৃতীয় হন হাফেজ খালিদ সাইফুল্লাহ৷ দ্বিতীয় অধিবেশনে প্রথম ৫ পারা কোরআন তেলওয়াত প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করেন হাফেজ এবাদুল্লাহ,দ্বিতীয় হন হাফেজ  ফাহাদ হাসান  ও তৃতীয় হন জিহাদুল ইসলাম। এছাড়াও ২৬ জন হাফেজে কোরআনকে প্রাইজ মানি দিয়ে সম্মানিত করা হয়। প্রথম অধিবেশনে প্রথমস্থান অধিকারীকে ২০ হাজার টাকা ও দ্বিতীয় অধিবেশনে প্রথমস্থান অধিকারীকে ১৫ হাজার টাকার প্রাইজমানি দিয়ে সম্মানিত করা হয়। দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্বাচিতরা পান ১০ হাজার টাকার প্রাইজমানি।

এছাড়াও এই মহতী অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের উদ্যোগে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত ব্যক্তিবর্গকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এতে কবিও সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার ও কবি মোহাম্মদ মাসুদ রানাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

হিফজুল কোরআন প্রতিযোগিতায় সেরা হাফেজ নির্বাচনের পর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তিতাস উপজেলার বরেণ্য আলেমে দ্বীন মাওলানা  নুরুল ইসলাম নদভী। আরও বক্তব্য রাখেন,মাওলানা বাহাউদ্দীন আশরাফ, মাওলানা নাসিরউদ্দিন মুন্সী, মাওলানা জিয়াউর রহমান সাদী, মাওলানা রেদোয়ান ইসলাম, মাওলানা আবুল বাসার, সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার ও কবি মাসুদ রানা। অনুষ্ঠানে  সভাপতিতত্ব করেন, স্থানীয় সর্বজনীন সমাদৃত ব্যক্তি আব্দুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন,মুফতি সাইফুল ইসলাম সিদ্দিকী।


নিউজটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/