শিরোনাম
রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলে বড় অস্ত্র মামলা পশুরহাট ইজারায় স্বস্তির বাতাস – দৈনিক গনমুক্তি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলে বড় অস্ত্র মামলা সুন্দরবনে অস্ত্র গুলিসহ জলদস্যু বাহিনীর দুই সহযোগী আটক, দুই জেলে উদ্ধার ধামরাইয়ে উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের ৪র্থ তলার টয়লেট থেকে লাশ উদ্ধার  অর্থ বরাদ্দের দুই মাসেও সরকারি ঢেউটিন আসেনি উপজেলায় মুরাদনগরে বিনামূল্যে আউশের বীজ ও সার বিতরণ গাইবান্ধায় পদোন্নতিপ্রাপ্ত তিন পুলিশ সদস্যের  র‍্যাংক ব্যাজ পরিধান বৃহত্তর আমরা খুলনাবাসীর দাবি গল্লামারী ব্রিজ দ্রুত বাস্তবায়ন করতে হবে জর্ডানে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে নিষেধাজ্ঞা – দৈনিক গনমুক্তি

নড়িয়ায় পারিবারিক কলহের জেরে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চেরাগ আলি মাদবরের কান্দি এলাকায় পারিবারিক কলহের জেরে এক বাবা ও তার ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার ২৩ শে মার্চ সন্ধ্যা আনুমানিক ৬:৩০টায় মুক্তারেরচর ইউনিয়নের চেরাগ আলি মাদবরের কান্দি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।ঘটনার সূত্রপাত হয় একটি আম গাছের চারা কেটে ফেলাকে কেন্দ্র করে। রুবেল মোল্লা (৩৫) তার বাবা মকবুল হোসেন মোল্লাকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। আহত মকবুল হোসেনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে জাজিরা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল মোল্লা দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং বিগত দুই বছর যাবৎ বাংলাদেশে ফিরে আসেন। তিনি তার বাবা ও দ্বিতীয় পক্ষের মায়ের সংসারে থাকতে না পেরে আলাদা বসবাস করতেন এবং নিজেই রান্না করে খাওয়া-দাওয়া করতেন। তিনি তাদের বসতবাড়ি থেকে কিছু দূরে আলাদা বাড়িতে থাকতেন। ওই বাড়িতে তার বাবা মকবুল হোসেন মোল্লার গোপনকৃত আম গাছের চারা রুবেল মোল্লা কেটে ফেলেন। এ ঘটনা জানতে পেরে মকবুল হোসেন তার ছেলে রুবেল মোল্লাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে রুবেল মোল্লা হাতে থাকা স্যান্ডা দিয়ে তার বাবার মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। মকবুল হোসেনের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুবেল মোল্লা তার বাবাকে আঘাত করার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি দৌড়ে বাড়ির পূর্ব পাশে ফাঁকা বিলের দিকে চলে যান এবং সেখানে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মানসিক চাপে তিনি স্ট্রোক করে মারা গেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা ঘটনা শুনে তৎক্ষণাৎ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে রুবেল মোল্লার মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গিয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় এলাকাবাসী শোকস্তব্ধ। পরিবারের মধ্যে সামান্য বিষয় নিয়ে এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটায় সবাই হতবাক। পুলিশ ঘটনাটি তদন্ত করে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/