শিরোনাম
রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলে বড় অস্ত্র মামলা পশুরহাট ইজারায় স্বস্তির বাতাস – দৈনিক গনমুক্তি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলে বড় অস্ত্র মামলা সুন্দরবনে অস্ত্র গুলিসহ জলদস্যু বাহিনীর দুই সহযোগী আটক, দুই জেলে উদ্ধার ধামরাইয়ে উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের ৪র্থ তলার টয়লেট থেকে লাশ উদ্ধার  অর্থ বরাদ্দের দুই মাসেও সরকারি ঢেউটিন আসেনি উপজেলায় গাইবান্ধায় পদোন্নতিপ্রাপ্ত তিন পুলিশ সদস্যের  র‍্যাংক ব্যাজ পরিধান বৃহত্তর আমরা খুলনাবাসীর দাবি গল্লামারী ব্রিজ দ্রুত বাস্তবায়ন করতে হবে জর্ডানে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে নিষেধাজ্ঞা – দৈনিক গনমুক্তি গাজায় একদিনে আরও ৪৪ জনকে হত্যা ইসরায়েলের

আমি বঞ্চিত মানুষের পাশে আছি এবং আমৃত্যু  থাকতে চাই : নীলিমা আক্তার চৌধুরী 

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫


এস এম হুমায়ুন কবির, কক্সবাজার

  • আপডেট সময় :
    ০৪:৪০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫




    ২০

    বার পড়া হয়েছে

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News)
ফিডটি

নীলিমা আক্তার চৌধুরী, একজন সফল নারী উদ্যোক্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা ” অগ্রযাত্রা ” এর প্রতিষ্ঠাতা সভাপতি। সম্প্রতি এই নারী উদ্যোক্তার  মুখোমুখি হয়েছিলেন এ প্রতিবেদক । বিভিন্ন প্রশ্নের খোলামেলা আলোচনা হয়েছে কক্সবাজারের সফল এই নারী নেত্রী নীলিমা আক্তার চৌধুরীর সাথে । তার সাক্ষাৎকারের চুম্বক অংশ টুকু নিয়ে আজকের এ প্রতিবেদন।

 নীলিমা আক্তার চৌধুরী বলেন,:-প্রত্যাশা মানুষের নিরন্তর ভালোবাসা। দল মত নির্বিশেষে আপনারা আমার পাশে আছেন বলেই আমার জীবনের এতো অর্জন। এই অর্জন শুধু আমার একার অর্জন নয় এই অর্জন যুব সমাজ তথা কক্সবাজারের বঞ্চিত মানুষের।

সফল এই নারী উদ্যোক্তা আরো বলেন :-আপনাদের  ভালোবাসা আছে বলেই  “প্রাণের বাংলাদেশ সহ” “সারাবিশ্ব” আজ আমার হাতের মুঠোয়। বি‌শ্বের যেখা‌নেই যাই দে‌শের সম্মান অক্ষুন্ন রাখ‌তে স‌চেষ্ঠ থা‌কি ! আর আপনাদের ভালোবাসা ছাড়া আমার সবই শূন্য !!

চলতি মাসের প্রথমার্ধে কক্সবাজারে পর্যটন বিকাশে করণীয় শীর্ষক  মাননীয় প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস এর উপস্হিতিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে এই নারী উদ্যোক্তা সারা দেশের অর্থনৈতিক অঞ্চল হিসাবে গড়ে তোলার লক্ষ্যে নারী নেত্রী নীলিমা আক্তার চৌধুরী তার পরিচালিত উন্নয়ন সংস্থা অগ্রযাত্রার পক্ষে প্রধান উপদেষ্টা বরাবর ৫ টি দাবী উপস্থাপন করেন। এসব দাবী বাস্তবায়ন হলে  কক্সবাজার তথা  সারা দেশের অর্থনৈতিক অঞ্চল হিসা‌বে উন্নয়ন তরান্বিত হবে।

প্রধান উপদেষ্টা বরাবর উত্তাপিত ৫ টি দাবীসমূহ  বাস্তবায়নের প্রত্যাশায় তিনি সকলের  দোয়া কামনা করে আরো বলেন:- একটি বিষয় বলতে চাই যে, এই পাঁচটি দাবী কক্সবাজারবাসীর কাছে সমাদৃত হয়েছে এবং মাননীয় প্রধান উপ‌দেষ্টার দিক নির্দেশনায় আগামীতে কক্সবাজার তথা পু‌রো অঞ্চল কক্সবাজার‌কে ঘি‌রেই সমৃদ্ধ জনপ‌দে প‌রিনত হ‌বে ইনশা আল্লাহ্ ! কক্সবাজারবাসীর কা‌ছে মা‌হে রমজা‌নের বি‌শেষ দিনগু‌লো‌তে দোয়া কামনা কর‌ছি !

ত‌বে এই প্রস্তাবনাসমুহ‌কে এবং আমার বক্তব্য উপস্থাপনকে কেন্দ্র  করে সামাজিক যোগাযোগ মাধ্যম, বুলেটিন সহ বিভিন্ন নিউজ প্রকাশিত হচ্ছে এবং তা এখনো চলমান উল্লেখ করে সফল নারী উদ্যোক্তা নীলিমা আক্তার চৌধুরী সকলের সুদৃষ্টি কামনা করেন এবং

সন্মাতিত শুভাকাঙ্ক্ষী, প্রিয় সহ‌যোগী সংস্থা, এবং  প্রিয় কক্সবাজারবাসী সহ দেশ বিদেশের সন্মানিত সকল শুভাকাঙ্ক্ষীদের বিচলিত না হবার জন্যে অনুরোধ জানান।


নিউজটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/