শিরোনাম
রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলে বড় অস্ত্র মামলা পশুরহাট ইজারায় স্বস্তির বাতাস – দৈনিক গনমুক্তি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলে বড় অস্ত্র মামলা সুন্দরবনে অস্ত্র গুলিসহ জলদস্যু বাহিনীর দুই সহযোগী আটক, দুই জেলে উদ্ধার ধামরাইয়ে উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের ৪র্থ তলার টয়লেট থেকে লাশ উদ্ধার  গাইবান্ধায় পদোন্নতিপ্রাপ্ত তিন পুলিশ সদস্যের  র‍্যাংক ব্যাজ পরিধান বৃহত্তর আমরা খুলনাবাসীর দাবি গল্লামারী ব্রিজ দ্রুত বাস্তবায়ন করতে হবে জর্ডানে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে নিষেধাজ্ঞা – দৈনিক গনমুক্তি গাজায় একদিনে আরও ৪৪ জনকে হত্যা ইসরায়েলের পেশা ছেড়ে দিচ্ছে লবণচাষীরা – দৈনিক গনমুক্তি

ইউক্রেনে রাতভর রাশিয়ার ড্রোন হামলা

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫


ডেস্ক রিপোর্ট

  • আপডেট সময় :
    ০১:৩৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫






    বার পড়া হয়েছে

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News)
ফিডটি

ইউক্রেনে রাতভর ৯৯টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। কয়েক সপ্তাহ ধরে দুপক্ষের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা ৫৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার হামলা চালানো ৯৯টি ড্রোনের মধ্যে ৫৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং আরও ৩৬টি ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হয়নি। তবে বাকি ছয়টি ড্রোনের কী হয়েছে সে বিষয়টি নিশ্চিত করা হয়নি। গত রোববার কিয়েভে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়। এছাড়া আহত হয় আরও বেশ কয়েকজন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এক প্রত্যক্ষদর্শী বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত করায় সবাই চিৎকার করতে শুরু করে এবং দৌড়াতে শুরু করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বলেছেন, এই আক্রমণগুলো একটি নিত্যনৈমিত্তিক বাস্তবতা এবং যুদ্ধের অবসান ঘটাতে ‘মস্কোর ওপর নতুন চাপ’ প্রয়োজন। কিয়েভ আগে থেকেই বলে আসছে, রাশিয়ার অভ্যন্তরে তাদের হামলার লক্ষ্য হচ্ছে যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা। তাদের দাবি, এই হামলাগুলো মূলত মস্কোর যুদ্ধ প্রচেষ্টাকে দুর্বল করার জন্য চালানো হচ্ছে এবং রাশিয়ার টানা বোমা হামলার জবাব হিসেবেই ইউক্রেন এসব হামলা চালিয়ে যাচ্ছে।
এদিকে ইউক্রেনে যুদ্ধবিরতি সমর্থনে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কিন্তু পরিকল্পনাটিকে ‘লোক দেখানো’ ও ‘অর্থহীন’ মন্তব্য করে তা নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, স্টারমার এবং ইউরোপের অন্যান্য নেতারা ভুলভাবে মনে করেন যে, ‘আমাদের সবাইকে উইনস্টন চার্চিল হতে হবে। সাক্ষাৎকারে উইটকফ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করে বলেন, আমি পুতিনকে খারাপ মানুষ মনে করি না। তিনি অত্যন্ত বুদ্ধিমান। ট্রাম্পের দূত জানান, ১০ দিন আগে পুতিনের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এবং সে সময় রুশ প্রেসিডেন্ট ‘ভদ্র’ ও ‘সোজাসাপটা’ ছিলেন। উইটকফ আরও বলেন, ট্রাম্পের ওপর গত বছরের হামলার পর পুতিন তার জন্য প্রার্থনা করেছিলেন এবং তাকে উপহার হিসেবে ট্রাম্পের একটি প্রতিকৃতি অঙ্কনের নির্দেশ দেন। উইটকফ বলেন, রাশিয়া ইউক্রেনকে পুরোপুরি দখল করতে চায় না, বরং পাঁচটি অঞ্চল দখল করাই তাদের লক্ষ্য। রাশিয়া কেন ইউক্রেনকে পুরোপুরি সংযুক্ত করতে চাইবে? তাদের তো এর দরকার নেই। তারা যা চেয়েছে, তা পেয়ে গেছে। তিনি আরও বলেন, স্টারমারের ‘ইচ্ছুক রাষ্ট্রগুলোর জোট’ গঠনের পরিকল্পনা ‘অতি সরলীকৃত’ এবং ‘লোক দেখানো’। উইটকফ দাবি করেন, কৃষ্ণসাগরে এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হবে এবং ৩০ দিনের একটি পূর্ণ যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে।


নিউজটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/