কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
কিশোরগঞ্জে এক বিএনপি’র নেতার বিরুদ্ধে বাসা দখলের অভিযোগ উঠেছে। এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মোকছুদুল আলম পাশা। অভিযুক্ত মনিরুল ইসলাম শামীম জেলার পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে মোকছুদুল আলম বলেন, ১৯৮০ সালে নগুয়া শ্যামলী রোড এলাকায় মালি হোসেনের স্ত্রী জুবেদা খাতুনের কাছ থেকে ৬ হাজার টাকা মূল্যে পৌনে পাচ শতাংশ জমি ক্রয় করেন তহুরা খাতুন। এরপর সেখানে বাসা নির্মাণ করেন। নির্মাণের কয়েক বছর পর আমার মা তহুরা খাতুন চাকুরির সুবাদে ঢাকায় বসবাস করে আসছেন। সে কারণে বাসাটি দেখাশোনার জন্য তহুরা খাতুন অভিযুক্ত শামীমকে কেয়ার টেকার হিসেবে মৌখিকভাবে নিয়োগ দেন। নিয়োগ পাওয়ার পর থেকে প্রতি মাসে বাসা ভাড়া বাবদ টাকা তহুরা খাতুনের কাছে প্রেরণ করে। সেই সুযোগে তহুরা খাতুনের অনুপস্থিতিতে বাসাটি বেআইনী ভাবে দখল করে নেন শামীম। দখলে নিয়ে পুনরায় শামীম বাসা ভাড়া দিয়ে দেয়। বাসাটি উদ্ধারের জন্য গত বছরের ৩ ডিসেম্বর ভাড়াটিয়া বরাবরে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এতেও কোন কাজ না হওয়ায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় সালিশ দরবার করা হয়। সালিশে সমাধান না হওয়ায় উভয় পক্ষের সম্মতিতে কিশোরগঞ্জ জজ কোর্টের অধীনে সিভিল বারে উকিল দরবার করা হয়। দরবারে তহুরা খাতুনের সকল কাগজপত্র সঠিক বলে প্রমাণিত হয়। কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও জোরপূর্বক জায়গা দখল করে রেখেছে শামীম।
গত ৫ মার্চ আমার মা তহুরা খাতুনকে নিয়ে বাসায় গিয়ে বাসা ছেড়ে দেওয়ার কথা বলি। এসময় অভিযুক্ত আমাদেরকে হত্যার হুমকি প্রদান করে। বর্তমানে আতঙ্কে দিন কাটছে আমাদের। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও আমাদের বাসা উদ্ধার করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
https://slotbet.online/