শিরোনাম

মহান স্বাধীনতা দিবসে চান্দিনায় বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫


মোঃ সাদ্দাম হোসেন, (কুমিল্লা উত্তর) প্রতিনিধি

  • আপডেট সময় :
    ০৩:৩৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫




    ১৭

    বার পড়া হয়েছে

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News)
ফিডটি

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লার চান্দিনা উপজেলার বরকরই ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লগড্ডা হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কাজী আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইডিইবি’র মহাসচিব ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব মনজুরুল আলম, চান্দিনা উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও দোল্লাই নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জনাব কামাল হোসেন, উপজেলা তাঁতীদলের নেতা আবুল বাশার এবং উপজেলা ছাত্রদলের সাবেক নেতা শাহ্ জালাল,দুবাই যুবদল সদস‍্য আজিজ মুন্না ।

অনুষ্ঠান আয়োজন ছিলেন, ইতালি নাপোলি শাখা যুবদলের সহ-সভাপতি আবু নাছের। সঞ্চালনায় ছিলেন বরকরই ইউনিয়ন যুবদলের সাবেক নেতা শাহ্ জালাল, এবং দোয়া পরিচালনা করেন ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ আবুল বাশার।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন তার বক্তব্যে বলেন, “মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির জন্য এক গৌরবোজ্জ্বল দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এ জাতিকে মুক্তির পথে এগিয়ে নিয়ে গেছেন। আমরা তার আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র রক্ষায় কাজ করে যাবো।”

তিনি আরও বলেন, “বর্তমান সময় কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি সব সময় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে, ভবিষ্যতেও করবে।”

অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া (রিপন), সাবেক সভাপতি বরকরই ইউনিয়ন ছাত্রদল ও সভাপতি তারুণ্যে’ই শক্তি সংগঠন। এ সময় নেতৃবৃন্দ দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে ইফতার পরিবেশন করা হয়।


নিউজটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/