ছাবিনা দিলরুবা, মানিকগঞ্জ
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায়, সড়ক ও জনপথের জায়গা জোর করে দখলকৃত অবৈধ মার্কেটের বিপরীত পাশে, অবৈধ লেগুনার বেপরোয়ার কবলে একের পর এক সড়ক দুর্ঘটনা ।
কিছুদিন পর পর অবৈধ লেগুনার বেপরোয়া চলাচলে পথচারী থেকে শুরু করে লেগুনার অসংখ্য যাত্রীরা নিহত হচ্ছেন। শুধু তাই নয় ঈদ মৌসুমে যেকোনো গন্তব্যস্থলে লেগুনাতে উঠলেই ভাড়া ৩০ টাকা।সর্বসাধারণ ও সচেতন মহল বলেন আর কত মানুষ লেগুনার দুর্ঘটনায় নিহত হলে প্রশাসনের নজরে আসবে এবং এই অবৈধ লেগুনা বন্ধ হবে। বরংগাইল হাইওয়ে ওসি কে একাধিকবার ফোন করলে ফোন রিসিভ করেননি।মানিকগঞ্জ সড়ক ও জনপথেরর সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার আব্দুল কাদের জিলানী বলেন অবৈধ লেগুনা চলাচলের বিষয় দেখবেন জেলা পুলিশ প্রশাসন।শিবালয় সার্কেল এসপি বলেন আমরা শীঘ্রই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব।
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com