বাসুদেব বিশ্বাস, বান্দরবান
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে প্লাটিনাম জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে বেলুন উড়ানো ও শোভাযাত্রার মাধ্যমে প্লাটিনাম জয়ন্তী উৎসবের দিনব্যাপী নানা কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। পরে জাতীয় সংগীত ও শপথ পাঠের মাধ্যমে শুরু হয় রজত জয়ন্তীর মূল আনুষ্ঠানিকতা।
প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলন মেলায় পরিনত হয় বিদ্যালয় প্রাঙ্গন। দীর্ঘদিন পর পুরানো বন্ধু-বান্ধবদের সাথে একত্রিত হতে পেরে খুশিতে উচ্ছ্বসিত আগত শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল আলম, পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির আহ্বায়ক ও প্রাক্তন শিক্ষার্থী সাচিংপ্রু জেরিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ১৯৫০সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ৭৫ বছর পূর্তিতে ৭৫বছরের প্রাক্তন শিক্ষার্থীসহ নতুন ও পুরাতন ২ হাজারের অধিক শিক্ষার্থীরা এই প্লাটিনাম জয়ন্তীতে অংশগ্রহণ করে।
https://slotbet.online/