যানজট নিরসনে প্রশংসনীয় উদ্যোগ – দৈনিক গনমুক্তি

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫


ঈদযাত্রায় কুমিল্লায় সেনাবাহিনীর ২৪ ঘণ্টার টহল


মোঃ সাদ্দাম হোসেন, (কুমিল্লা উত্তর) প্রতিনিধি

  • আপডেট সময় :
    ০২:৪৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫




    ১৮

    বার পড়া হয়েছে

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News)
ফিডটি

 

ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৪ ঘণ্টা টহল পরিচালনা করছে সেনাবাহিনী। ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ সেনা সদস্যরা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে দিন-রাত চেকপোস্ট পরিচালনা করছেন।

দাউদকান্দি টোল প্লাজা, গৌরীপুর বাসস্ট্যান্ড মোড়, চান্দিনা ও ইলিয়টগঞ্জের মতো যানজটপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে অবৈধভাবে পার্ক করা যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী যানবাহন অপসারণের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

এই উদ্যোগের ফলে ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক ও নিরাপদ হয়েছে। যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন শান্তিপূর্ণভাবে ও নির্ধারিত সময়ের মধ্যে। সাধারণ মানুষ এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসা করছে। তারা মনে করছে, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর এই টহল ও তৎপরতা ঈদযাত্রার দুর্ভোগ কমিয়ে এনেছে এবং সড়কে গতি ফিরিয়েছে।

জনগণ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকল বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, “এমন উদ্যোগ ঈদযাত্রাকে করেছে নিরাপদ, সুশৃঙ্খল ও আনন্দময়। সকলের প্রত্যাশা, ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যা দেশের সড়কপথ ব্যবস্থাপনায় একটি সফল দৃষ্টান্ত হয়ে থাকবে।


নিউজটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/