শিরোনাম
ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধে দুই শতাধিক পেঁপে গাছ নিধনের অভিযোগ দাগনভূঞায় সেতু আছে, সড়ক নেই। জনভোগান্তি চরমে বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ সংবাদ সম্মেলনে নিয়ামতপুরে বিএনপির উঠান বৈঠক – দৈনিক গনমুক্তি দিনাজপুরে পুষ্টির সচেতনতামূলক বৃদ্ধিকরন নিয়ে কর্মশালা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১৫ বছর পর চালু হলো ৩ কেবিন  পাথরঘাটায় প্রবাসী স্ত্রীকে মারধর করে টাকা-স্বর্ণালংকার লুট, ১৮ লাখ চাঁদা দাবি  নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ মামলার বাদীকে ভয়ভীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন নাটোরে জুঁই হত্যাকারীদের গ্রেফতারে আল্টিমেটাম, দিল বৈষম্যছাত্র বিরোধী আন্দোলন

এসএসসি ও সমমানের পরীক্ষায় ময়মনসিংহে কমেছে পরীক্ষার্থীর হার

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫


ময়মনসিংহ প্রতিনিধি

  • আপডেট সময় :
    ০৪:২০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫




    ১২

    বার পড়া হয়েছে

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News)
ফিডটি

উৎসবমূখর পরিবেশে সারাদেশের ন্যায় ময়মনসিংহেও প্রথমদিনের মত এসএসসি পরীক্ষা-২০২৫ শুরু হয়েছে। এতে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধিনে ৪টি জেলার ১৩৩০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লক্ষ ৬ হাজার ৯৭২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা রয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ময়মনসিংহ শিক্ষাবোর্ডে অধিনে ১৫৬টি পরীক্ষা কেন্দ্রে এবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ, জেলা প্রশাসক (ডিসি) মো: মুফিদুল আলম, শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: শহীদুল্লাহ নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থীদের খোজঁখবর নেন। তবে পরীক্ষা চলাকালীন সময়ে কোথায় কোন ধরনের বিশৃংখলার খবর পাওয়া যায়নি, বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এর আগে গত বছর (২০২৪) ময়মনসিংহ শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ২০ হাজার ৩৪৪ জন। এই হিসাবে এবার পরীক্ষার্থী কমেছে ১৩ হাজার ৩৭২ জন। যা আশঙ্কাজনক বলেও মনে করছেন বোর্ড সংশ্লিষ্টরা। ফলে বিষয়টি নিয়ে গবেষনাপূর্বক কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়েছেন সচেতন মহল।

তবে কারোনাকালীন সময়ে অটো পাশের কারণে অনিয়মিত শিক্ষার্থী কমে যাওয়ার ফলে এবার এসএসসি পরীক্ষার্থী কমেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: শহীদুল্লাহ। তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি- অটোপাশে অনিয়মিত শিক্ষার্থী কমে যাওয়ার কারণে এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। তবে এ ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত করতে গবেষনা প্রয়োজন।
এই বক্তব্যে একমত পোষন করে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সৈয়দ আকতারুজ্জামান ঢাকাপোষ্টকে বলেন, অনিয়মিত শিক্ষার্থী কমে যাওয়ার পাশাপাশি শিক্ষার্থী ঝড়ে পড়ার সংখ্যা বেড়েছে বলে আমরা মনে করছি। এ কারণেই এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।

বোর্ড সূত্র জানায়, এবার ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধিনে ৪টি জেলার (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা) ১৩৩০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লক্ষ ৬ হাজার ৯৭২ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ হাজার ৪৬৫ এবং মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৫২ হাজার ৫০৭ জন। এতে নিয়মিত পরীক্ষার্থী ৯১ হাজার ৮৩৫ এবং অনিয়মিত পরীক্ষার্থী ১ হাজার ৪১৬ জন। এছাড়াও অনিয়মত আংশিক পরীক্ষার্থী ১৩ হাজার ৬৬৮ জন এবং ইম্প্রোভ পরীক্ষা দিচ্ছে ৫৩ জন।
এদিকে পরীক্ষা চলাকালীন সময়ে কোন ধরনের কোচিং সেন্টার এবং ফটোকপি মেশিন চালু না রাখার নির্দেশ দিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো: মুফিদুল আলম। তিনি বলেন, নির্দেশনা দেওয়া হয়েছে পরীক্ষা চলাকালীন সময়ে কোন ধরনের কোচিং সেন্টার এবং ফটোকপি মেশিন চালু না রাখা যাবে না। এরপরও যদি কোন কোচিং সেন্টার চালু এবং ফটোকপি মেশিন চালু থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/