স্টাফ রিপোর্টার
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ এ অংশগ্রহণকারী বিদেশী ও দেশি বিনিয়োগকারীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল বুধবার সাক্ষাৎ করে এক বৈঠকে মিলিত হন। জামায়াতের এ প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইন্ডাস্ট্রী ও বিজনেস বিভাগের সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম রাজু, সেক্রেটারি ড. আনোয়ারুল আজিম ও সদস্য মোঃ মাসুদ কবির।
বৈঠকে তারা পারস্পরিক কুশলবিনিময়ের পরে বাংলাদেশে বিদেশী বিনিয়োগের পরিবেশসহ বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে অত্যন্ত খোলামেলা আলোচনা ও মতবিনিময় করেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের অত্যন্ত সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বিদেশী বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। বিদেশী বিনিয়োগকারীগণ জামায়াতের প্রতিনিধি দলের সাথে আলোচনা করে বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।
এ সময় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের জনগণ যদি আগামীতে ভোটের মাধ্যমে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন, তাহলে আমরা দুর্নীতি ও বৈষম্যমুক্ত বিনিয়োগ বান্ধব একটি অর্থনীতি দেশকে উপহার দেব ইনশাআল্লাহ।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ অংশগ্রহণ করায় বিডা-এর চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com