শিরোনাম
ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধে দুই শতাধিক পেঁপে গাছ নিধনের অভিযোগ দাগনভূঞায় সেতু আছে, সড়ক নেই। জনভোগান্তি চরমে বাগেরহাটে জমি দখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ সংবাদ সম্মেলনে নিয়ামতপুরে বিএনপির উঠান বৈঠক – দৈনিক গনমুক্তি দিনাজপুরে পুষ্টির সচেতনতামূলক বৃদ্ধিকরন নিয়ে কর্মশালা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১৫ বছর পর চালু হলো ৩ কেবিন  পাথরঘাটায় প্রবাসী স্ত্রীকে মারধর করে টাকা-স্বর্ণালংকার লুট, ১৮ লাখ চাঁদা দাবি  নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ মামলার বাদীকে ভয়ভীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন নাটোরে জুঁই হত্যাকারীদের গ্রেফতারে আল্টিমেটাম, দিল বৈষম্যছাত্র বিরোধী আন্দোলন

রামু প্রেস ক্লাবের জরুরী সভায় অপসাংবাদিকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার 

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

কক্সবাজারের রম্য ভূমি রামু প্রেস ক্লাবকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার লক্ষ্যে উপজেলার সকল সাংবাদিকদের সমন্বয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ৯ এপ্রিল বিকালে রামু পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত এ সভায় সাংবাদিকতা পেশাকে আরও স্বচ্ছ, দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ করার লক্ষ্যে সকল সাংবাদিক ঐক্যকদ্ধ হওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন- গুটিকয়েক অপসাংবাদিক নিজেদের আখের গোছাতে উঠে পড়ে লেগেছে। প্রেস ক্লাবের নিয়মনীতি উপেক্ষা করে কোন সভা ছাড়াই রাস্তাঘাটে বসে স্বঘোষিত কমিটি দিয়ে চরম বিতর্কের জন্ম দিয়েছে। এদের চরিত্র সবার জানা। তাই এ ভূয়া কমিটি সবাই ঘৃণাভরে প্রত্যাখান করেছে। এদের কর্মকান্ড নিয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ রামু প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এসব অপকর্মের বিরুদ্ধে যথারীতি স্বোচ্ছার ভূমিকা রাখবে।

রামুতে দুটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সমন্বয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন- রামু প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী এম আবদুল্লাহ আল মামুন। সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- রামু প্রেস ক্লাব একাংশের সভাপতি নুরুল ইসলাম সেলিম।

সভায় বক্তব্য রাখেন- ক্লাবের সহ সভাপতি খালেদ হোসেন টাপু, যুগ্ন সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, সাংগঠনিক সম্পাদক (একাংশ) আবদুল মালেক সিকদার, দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর, কার্যকরী সদস্য খালেদ শহীদ ও কপিল উদ্দিন, সদস্য এইচবি পান্থ, হুমায়ন কবির, হামিদুল হক, হাবিবুর রহমান সোহেল, এইচএম আরমান, কামাল হোসেন, প্রসূণ বড়ুয়া, নুরুল হক সিকদার, শিপ্ত বড়ুয়া, সুজন চক্রবর্তী, মোহাম্মদ আবদুল্লাহ, মিজানুল হক, প্রকাশ সিকদার, কর্মরত সাংবাদিক এএইচএম জয়নাল আবেদীন, কায়েদ আলম কায়সার, জাবেদুল আনোয়ার, মো. সাহেদ কায়সার, জিয়া উদ্দিন জিয়া, দিদারুল আলম জিশান, ফরিদুল আলম রনি, মো. ইলিয়াছ, ওমর ফারুক সোহাগ, মিজানুল হক, মো. নুর প্রমূখ।

সভায় বক্তারা আরও বলেন- রামু প্রেস ক্লাবের কয়েকজন বিপদগামী ও বিতর্কিত সদস্য ক্লাবের শৃঙ্খলা ভঙ্গ করে স্বঘোষিত পদ-পদবী ব্যবহার করে অপকর্ম করার জন্য কমিটি গঠন করে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের ইতোমধ্যে রামু প্রেস ক্লাব জরুরী সভা ডেকে সর্বসম্মতিক্রমে বহিস্কার করেছে। রামু প্রেস ক্লাব পেশাদার সাংবাদিকদের মর্যাদাপূর্ণ সংগঠন। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়ালে কাউকে ছাড় দেয়া হবে না। রামু প্রেস ক্লাবে গণতান্ত্রিকভাবে কমিটি গঠন করা হয়। এখানে রাজনৈতিক মতভেদ থাকলেও পেশাগতভাবে সবাই অতীতে ঐক্যবদ্ধ ছিলো, ভবিষ্যতেও থাকবে। কোন রাজনৈতিক দল বা নেতার ইশারায় সাংবাদিকতা চলতে পারে না। প্রেস ক্লাব কোন ব্যক্তি বা দলের অঙ্গসংগঠন নয়। সাংবাদিকদের কোন ক্ষমতাধর ব্যক্তি বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরিহার করে দেশ ও জনকল্যাণে নির্ভয়ে বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশন করতে হবে। এক্ষেত্রে রামু প্রেস ক্লাব সবসময় অনন্য ভূমিকা রেখেছে, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন- সংগঠনের সদস্য মোহাম্মদ আবদুল্লাহ। এতে রামু প্রেস ক্লাবের কার্যকরী সদস্য মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিকের অসুস্থ মা ও সদস্য সুজন চক্রবর্তীর স্ত্রীর সুস্থতা এবং বৃহষ্পতিবার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- রামু প্রেস ক্লাবের প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/