গাইবান্ধা প্রতিনিধি
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
গাইবান্ধার অনগ্রসর জনপদ ও দূর্গম চরাঞ্চলের ভৌগোলিক পরিবর্তন এবং জনগোষ্ঠীর জীবনযাত্রার উপর আলোকচিত্র সাংবাদিক কুদ্দুস আলমের ‘চর ও জীবন’ নিয়ে একক আলোকচিত্রী প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
একক আলোকচিত্রী প্রদর্শনী, আলোকচিত্রীদের নিয়ে কর্মশালা, আলোকচিত্র প্রতিযোগিতা, সংস্কৃতি এসবের উপে তিন দিন ব্যাপী অনুষ্ঠানটি জেলা শহরের পৌরপার্ক স্বাধীনতার বিজয়স্তম্ভে অনুষ্ঠিত হবে।
শনিবার(১২ এপ্রিল) সকালে আন্তর্জাতিক খ্যাতিসম্পূন্ন আলোকচিত্রী,লেখক ও মানবাধিকার অ্যাক্টিভিস্ট ড. শহিদুল আলম প্রধান অতিথি হিসেবে তিন দিন ব্যাপী এই আলোকচিত্রী প্রদর্শনীর উদ্বোধন করেছেন। আলোকচিত্রী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও ডেইলি স্টার সংবাদদাতা মোস্তফা সবুজ। সৃজনশীল গাইবান্ধা’র আয়োজিত আলোকচিত্রী অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মো: আবুল হোসেন মৃধা সোহাগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি’র বক্তব্যে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও ডেইলি স্টার সংবাদদাতা মোস্তফা সবুজ বলেন, এই অঞ্চলে এমন একজন আলোকচিত্র সাংবাদিক আছেন সেই জন্য আমরা গর্ব করতে পারি। তার ছবির মাধ্যমে আমরা চরের জীবন সংগ্রাম, সংস্কৃতি ও সম্ভাবনার গল্প দেখতে পাই।
https://slotbet.online/