“দুর্নীতিবাজদের শায়েস্তা না করলে রাজপথেই আল্টিমেটাম!”—এই কণ্ঠস্বর তুলে, নতুন বাংলা বছরকে বরণ করে নিল দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটি। সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে সিলেট নগরীর জিন্দাবাজারের সহির প্লাজায় আয়োজিত অনুষ্ঠানটি শুধু সাংস্কৃতিক আনন্দ নয়, হয়ে উঠেছিল এক দৃপ্ত রাজনৈতিক বার্তা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন। বক্তব্যে উঠে আসে জোরালো দাবিগুলো: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব জমা বাধ্যতামূলক করার বিধান আগামী এক মাসের মধ্যে না করলে পূর্ণভূমি থেকে রাজপথে কর্মসূচি ঘোষণা করা হবে। শক্তিশালী ন্যায়পাল প্রতিষ্ঠা ছাড়া প্রশাসনিক শৃঙ্খলা ফিরবে না বলেও মত দেন বক্তারা। স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার অযৌক্তিক শর্ত বাতিলের দাবি জানিয়ে, তারা বলেন—”এমপি প্রার্থীর জন্য যদি পিএইচডি শর্ত হয়, তাহলেই তো ন্যায্যতা থাকে।” গাজা সংকটে সরকারের নির্লিপ্ততা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। জাতিসংঘ ঘোষিত মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে গাজাবাসীর জন্য বিশেষ রাষ্ট্রীয় তহবিল গঠনের জোর দাবি জানানো হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীহট্ট সংস্কৃতি কলেজের অধ্যক্ষ ও মেট্রোপলিটন ল’ কলেজের অধ্যাপক ড. দিলীপ কুমার দাশ চৌধুরী এডভোকেট। এছাড়াও আলোচনায় অংশ নেন, ইকবাল হোসেন চৌধুরী, মামুন রশীদ এডভোকেট, ডা. অরুন কুমার দেব, ড. চিন্ময় চৌধুরী, সরোজ ভট্টাচার্য্য, শাহিদুর রহমান জুনু, আব্দুল মতোয়ালী ফলিক, এম বরকত আলী, আব্দুল ওয়াহিদ, মো. লায়েক মিয়া, শাহ ফখরুল ইসলাম, কয়েছ ইকবাল, কামাল আহমদ, ইফতেখার হোসেন সুহেল, সন্তোষ দেব, ইমাম হোসেন, জুয়েল আহমদ নিপু, মো. জহুর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাপ্তি বার্তায় বলা হয়, “বিশ্ব কাঁপানো গণঅভ্যুত্থানের চেতনায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে এখনই সময়—নৈতিক বিপ্লবের।”
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com