দিনাজপুর ব্যুরো প্রধান
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
“নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চত করি, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ ( এসএএফ-বি) সহযোগিতায় ও নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেম (নাইস) প্রকল্পের আওতায় পর্যটন কনফারেন্স রুমে পুষ্টির সচেতনতামূলক বৃদ্ধিকরন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
গতকাল ১৭ এপ্রিল ২০২৫ ইং তারিখে পুষ্টির সচেতনতা নিয়ে পর্যটন মটেল এর কনফারেন্স রুমে ২০টি স্কুলের নিউট্রিশন ক্লাবের সদস্যবৃন্দ (ছাত্র-ছাত্রী) ও অভিবাবকগন (শিক্ষক-শিকিক্ষকা) এবং পৌরসভার ১০ জন স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহনের মধ্য দিয়ে কর্মশালাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান ট্রেইনার হিসেবে পুষ্টির বিষয় নিয়ে প্রশিক্ষন প্রদান করেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষন ইনস্টিটিউট এর সিনিয়র সাইন্টিফিক অফিসার ডা: মোঃ সাদেকুল ইসলাম, সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন (সাফ) বাংলাদেশ ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ বদরুল আলম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান আলোচক নাইস প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মোসফেকুল আলম তালুকদার, আরও বক্তব্য রাখেন ইসডিও ফোকাল পার্সন ও এসিস্টেন্ট প্রোগাম কো-অর্ডিনেটর কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, জেলার নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা, সাফ বাংলাদেশ এগ্রোইকোলজি কো-অর্ডিনেটর মোঃ রফিকুল ইসলামসহ প্রমুখ।
এই সময় কর্মশালাতে উপস্থিত ছিলেন, প্রজেক্ট অফিসার মোঃ রিফাত হাসান, ইএসডিও প্রজেক্ট অফিসার মোঃ ইসমাইল এবং ফাইন্যান্স ও এডমিন অফিসার মোঃ হোসেন আলীসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাগন। বক্তারা কর্মশালাতে বলেন, সঠিক ও নিরাপদ খাদ্য গ্রহন করলে আমরা সুস্থ থাকতে পারি। খাদ্যের সারাংশই হচ্ছে পুষ্টি। পুষ্টি হল এক প্রকার প্রোটিন। যা শরীরে তাপ ও শক্তি উৎপন্ন করে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। শরীরে অপুষ্টি জনিত সমস্যা হলে খাটো হওয়া, ওজনহীনতা, আগাম চুল-দাড়ি পাকা ও স্মৃতি শক্তি লোপ পায়। এইজন্য আমাদেরকে প্রতিনিয়ত খাদ্যের যে ৬টি উপাদান থাকে তা গ্রহন করতে হবে। মেধার বিকাশে প্রোটিনের বিকল্প নেই।
প্রশিক্ষন কর্মশালা শেষে ২০টি স্কুলের নিউট্রিশন ক্লাবের সদস্যবৃন্দ (ছাত্র-ছাত্রী) ও অভিবাবকগন (শিক্ষক-শিকিক্ষকা) এবং পৌরসভার ১০ জন স্বাস্থ্যকর্মীদের মাঝে পুষ্টি বিষয়ক সার্টিফিকেট বিতরন করা হয়।
সঞ্চালকের দায়িত্ব রাখেন, ইএসডিওর প্রজেক্ট অফিসার সুবর্ণা ইসলাম।
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com