গোলাপগঞ্জ প্রতিনিধি
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
সিলেটের গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিবকে রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করেছে গ্রামবাসী। শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে তুরুকভাগ তরুণ প্রজন্ম ও গ্রামবাসীর উদ্যোগে কয়েকশ মানুষের উপস্থিতিতে রাজকীয় সংবর্ধনা দেয়া হয় তুরুকভাগ জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল মান্নান চৌধুরীকে।
আব্দুল মান্নান চৌধুরী গোলাপগঞ্জ উপজেলার রণকেলী এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ ৩৫ বছর ইমামতির সাথে যুক্ত ছিলেন, তুরুকভাগ জামে মসজিদে দীর্ঘ ৬ বছর ইমামতি শেষে তিনি অবসর গ্রহণ করেন।
অবসর গ্রহণের সময় রাজকীয় সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এমন আয়োজন করায় তিনি গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদায়ী সংবর্ধনায় আবেগাপ্লুত হয়ে আব্দুল মান্নান চৌধুরী বলেন, জীবনের দীর্ঘ সময় যাদের ইমামতি করেছি, তাদের এমন আয়োজনে আমি মুগ্ধ। ইমামতি করতে গিয়ে মানুষ হিসেবে ভুলভ্রান্তি হতে পারে এজন্য সকলের কাছে ক্ষমা চাইতেছি। এসময় তিনি মৃত্যুর আগ পর্যন্ত যেন ইসলামের পথে অটুট থাকতে পারেন এজন্য সবার কাছে দোয়া চান।
এসময় তাকে গ্রামবাসীর পক্ষ্য থেকে বিভিন্ন উপহার সামগ্রী ও হাদিয়া প্রদান করা হয়। রাজকীয় বেশে তুরুকভাগ জামে মসজিদ থেকে শোডাউনের মাধ্যমে তাকে তার নিজ বাড়িতে পৌছে দেন গ্রামের তরুণরা।
https://slotbet.online/