অনুপ সিংহ, সোনাইমুড়ী (নোয়াখালী)
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
নোয়াখালীর সেনবাগে ষাটোর্ধ্ব বৃদ্ধের বসতঘর ভাংচুর ও পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এই বিষয়ে ভুক্তভোগী আব্দুল মতিন (৬৫) চার জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের পূর্বপাড়া মতিন মেম্বারে বাড়িতে এই ঘটনা ঘটে।
বিবাদীরা হচ্ছেন, একই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম ওরফে বাহাদুর(৩৫) তার স্ত্রী মোসা: পান্না আক্তার (৩০) এবং মোঃ আলমগীর হোসেন ওরফে লাদেন (৪৫) ও তার স্ত্রী ববি আক্তার(৪০)।
সেনবাগ থানায় অভিযোগসূত্রে জানা যায়, আব্দুল মতিন দীর্ঘদিন সৌদি প্রবাসী ছিলেন। বিবাদীরা প্রতিবেশী ও সম্পর্কে তার ভাতিজা ও ভাতিজার স্ত্রী। অনেকদিন থেকে তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিভেদ চলে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে শালিস হলেও তা মানেনি বিবাদীপক্ষ। তারই জের ধরে শুক্রবার সকালে ধারালো অস্ত্র দিয়ে বসতঘরের দরজা-জানালা কোপায় ও ভাংচুর করে। এর আগে উপজেলার ছাতারপাইয়া বাজারে সেলিমের তরকারী দোকানের সামনে ভুক্তভোগী বৃদ্ধ আব্দুল মতিনকে এলোপাতাড়ি মারধর করেন জাহাঙ্গীর ও আলমগীর। এসময় লোহার রড দিয়ে আঘাত করলে হাতের কবজির হাড় ভেঙ্গে যায় আব্দুল মতিনের। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনার পর থেকে বিবাদী পক্ষ ভুক্তভোগীর পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকালে আব্দুল মতিনের বসত ঘরে হামলা চালায় বিবাদী পক্ষ।
এবিষয়ে বৃদ্ধ আব্দুল মতিনের স্ত্রী মরিয়মের নাহার বলেন, বুড়া-বুড়ি ছাড়া তাদের বাড়িতে আর কেউ নেই। বৃদ্ধ স্বামী দীর্ঘদিন প্রবাসে ছিলেন।। সেই সময় থেকে তার স্বামী আব্দুল মতিনের ১০ শতাংশ জমি প্রতিবেশী ভাতিজা জাহাঙ্গীর ও আলমগীর ভোগ করে আসছে। ৪-৫ বছর আগে ওই জমির মাটি কেটে বিক্রি করে দিয়ে সেখানে পুকুর বানিয়ে ভোগদখল করে আসছে। দুই বছর পূর্বে স্বামী দেশে ফেরার পর জমি নিয়ে কথা বলায় প্রতিবেশী দুই ভাতিজা তাদের নানা ভাবে হুমকি দিচ্ছে। এর আগে স্বামী আব্দুল মতিনকে মেরে হাত ভেঙে দিয়েছে জাহাঙ্গীর-আলমগীর। আজ সকালে বাড়ির চারপাশের সবগুলো দরজা-জানালা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। এমতাবস্থায় প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চেয়েছেন ভুক্তভোগী বৃদ্ধ দম্পতি।
আলমগীর হোসেনের পরিবারের অন্যান্য সদস্য ও তার স্ত্রী ববি আক্তার বৃদ্ধের ওপরে হামলা ও বসতঘর কোপানোর বিষয়টি স্বীকার করেন। তবে তাদের অভিযোগ, বৃদ্ধ আব্দুল মতিনের ছেলে ওমর ফারুক সোনাইমুড়ী উপজেলার বাংলাবাজার এলাকায় নিজের শ্বশুর বাড়িতে থাকে। বাংলাবাজার এলাকায় গেলে পূর্ব পরিকল্পিত ভাবে আলমগীর হোসেনকে মারধর করা হয়। তারই জেরে বৃদ্ধ আব্দুল মতিনের ওপরে হামলা ও বসত ঘরে ভাংচুর করা হয়েছে।
এদিকে অভিযুক্তরা বাহাদুর ও লাদেন গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ এলাকাবাসীর। তারা জানান, এর আগেও অনেককে মারধর করেছে জাহাঙ্গীর-আলমগীর গং। আওয়ামী শাসনামলে তাদের বিরুদ্ধে কেউ কোনদিন মুখ খোলার সাহস করেনি। চায়ের দোকানী থেকে শুরু করে সরকারী কর্মচারী কেউই এদের হাত থেকে রেহাই পায়নি। কেউ এদের অপকর্ম নিয়ে কথা বললেই তাদের ধারালো অস্ত্র ও পিস্তল দিয়ে ভয় দেখাতো। এলাকাবাসী এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শুক্রবার সকালে ৯৯৯ এর কল পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন সেনবাগ থানার এস আই কৃষ্ণ মোহন দেবনাথ। তিনি জানান, ছাতারপাইয়া ইউনিয়নের পূর্বপাড়ায় গিয়ে আব্দুল মতিনের বাড়িঘর ভাংচুর ও তার হাত ভাঙার বিষয়টি নিশ্চিত হয়েছেন। এই বিষয়ে সেনবাগ থানায় লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com