প্রতিনিধির নাম
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবারহ স্বাভাবিক হবার সুখবর দিয়েছিলেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। গত ৩ মার্চ মোহাম্মদপুর টাউন হল বাজার পরিদর্শনে এসে এমন ঘোষণায় ভোক্তপর্যায়ে স্বস্তি ফিরেছিলো। কিন্তু উপদেষ্টার ঘোষণার পর ৪৮দিন পরও বাজারে স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। বাজারে সয়াবিন তেল সরবারাহ কমিয়ে দেবার ঘটনার সূত্রপাত সেই রমজান মাস থেকেই। তেল ব্যবসায়ীরা দাম বাড়ানোর জেদ নিয়ে বাজারে সরবরাহের লাগাম টানে। তারা সরবরাহ বন্ধ করে দিয়ে সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। অবশেষে তেলের ব্যবসায়ীদেরই জয় হয়। সরকার ১৫ এপ্রিল লিটারে ১৪ টাকা বাড়ানোর পরও বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। তবে এক? তা প্রশাসনই জানে।
আওয়ামী লীগ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি প্রকাশেই বলেছিলেন, সিন্ডিকেট ভাঙ্গার সক্ষমতা তাদের নেই। ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। ৮ আগস্ট নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সরকার গঠনের কয়েক মাস পর ব্যবসায়ী শেখ বশির উদ্দিন বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়যোগ পান। ধারণা করা হয়েছিলো তিনি ব্যবসায়ী গোষ্ঠীকে বশে আনতে পারবেন। কিন্তু তিনিও ব্যবসায়ীদের সঙ্গে পেরে ওঠেননি বলে মনে করছে সাধারণ মানুষ। আওয়ামী আমলে সিন্ডিকেট প্রথা ফের মাথা চাড়া দিয়ে ওঠে এবং বলা যায় শক্ত অবস্থান তাদের। যে কারণে উপদেষ্টা বাজার পরিদর্শন করে দু’দিনের মধ্যে তেলের সরবরাহ স্বাভাবিক হবার কথা বলেছিলেন। কিন্তু কথা রাখেনি ব্যবসায়ীরা।
সব শেষ তেল ব্যবসায়ীদের তেলেসমাতির কারছে হার মানে সরকার। ভোক্তার ঘাড়ে কোপ বসিয়ে বোতলজাত সয়াবিনের দাম লিটারে ১৪ টাকা বাড়িয়ে নেয় ব্যবসায়ীরা। তারপরও বাজারের তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি।
ব্যবসায়ীদের দাবি মেনে নিয়েই দাম বাড়ানোর বিষয়টি মেনে নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত রোববার সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা ও পাম তেলের দাম ১২ টাকা বাড়ানোর ঘোষণা দেন ব্যবসায়ীরা। এর ফলে গত মঙ্গলবার থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ১৪ টাকা ও পাম তেলের দাম ১২ টাকা বাড়ল। নতুন দাম অনুসারে, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে ব্যয় করতে হবে ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা। পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা ছিল ৮৫২ টাকা।
নয়া পল্টনের আলম জেনারেল স্টোর এবং বসুন্ধরা স্টোরে খোঁ নিয়ে জানা গেলো দু’একদিনের মধ্যে সরবরাহ পাবেন তারা। তবে, কতটুকু দেবে ও কত বিক্রি করতে হবে সে বিষয়ে তাদের কিছু জানা নেই। আলম জেনালের স্টোর জানায়, বর্তমানে পাঁচ লিটার বোতল ৮৬০ টাকায় বিক্রি হলেও নতুন সরবরাহের তেল কত করে বিক্রি করা হবে তা বলা যাচ্ছেনা। সরকার লিটারে ১৪ টাকা বাড়িয়েছে, সে হিসাবে পাঁচ লিটারের দাম পড়বে ৯৩০ টাকা। দোকানি জানান, এই হিসাব করে লাভ নেই। কারণ, কোম্পানি কত করে সরবরাহ করবে তার ওপর নির্ধারণ করে তাদের বিক্রি করতে হবে। জানা গেলো বর্তমানে তীর (ক্যানোলা) দুই লিটারের বোতল ৩৮৫ এবং অপরটি ৩৬০ টাকা করে বিক্রি করা হচ্ছে। লিটারে ১৪ টাকা বাড়িয়ে খোলা সয়াবিন ও পাম ওয়েল তেলের প্রতি লিটার ১৫৭ টাকা থেকে বাড়িয়ে ১৬৯ টাকা করা হয়েছে।
ঈদের আগে ২৭ মাচ নতুন করে সয়াবিন তেল লিটারে ১৮ টাকা এবং খোলা তেলের লিটারে ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব দেয় মিল মালিকরা। সেসময় ভোজ্যতেলের কর-সুবিধার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরদিন ১ এপ্রিল থেকে এই দর কার্যকরের ঘোষণা দেন ব্যবসায়ীরা। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্তের আগে দাম কার্যকর করা বেআইনি ছিল। এখন সেই প্রস্তাবের চেয়ে কিছুটা কমিয়ে দাম বাড়ানো হলো সোয়াবিন তেলের।
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com