ধামরাইয়ে শ্রমিক-পুলিশ সংঘর্ষ,পুলিশসহ আহত-১০

Reporter Name / ৩৯ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ধামরাইয়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুলিশসহ আহত , হয়েছে অন্তত ১০ জন। আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  লাঠিচার্জ, জলকামান ও টিয়ারসেল  নিক্ষেপ করে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ৩ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে শ্রীরামপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন দাবিতে গত বুধবার থেকেই রেডিয়েন্স নামের একটি তৈরি পোশাক কারখানায় অসন্তোষের সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে দুপুর শ্রমিকরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। জন দুর্ভোগ এড়াতে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানানোর পরও শ্রমিকরা দাবি আদায়ে মহাসড়ক অবরোধ কর্মসূচিতে অটল থাকলে পুলিশ শুরু করে লাঠিচার্জ।

এক পর্যায়ে পুলিশ জলকামান ও টিয়ারসেল নিক্ষেপ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময়ে বিক্ষুব্ধ শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে  উভয়পক্ষের সংঘর্ষে পুলিশ সহ আহত হন ১০ জন।

বিষয়টি নিশ্চিত করে, আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, গতকাল থেকেই ওই পোশাক কারখানায় শ্রমিক সন্তোষ দেখা দেয়। পরে বৃহস্পতিবার কারখানার ভেতরে শ্রমিকরা মারামারি করেছে এমন খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। এক পর্যায়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে। সেসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ সদস্যরা জলকামান ও টিয়ারসেল ব্যবহার করে। তখন শ্রমিকরা ইটপাটলেক ছুঁড়লে চার জন পুলিশ সদস্য আহত হয়। এছাড়াও কয়েক জন শ্রমিক আহত হয়েছে বলেও জানান তিনি।

The post ধামরাইয়ে শ্রমিক-পুলিশ সংঘর্ষ,পুলিশসহ আহত-১০ appeared first on দৈনিক গনমুক্তি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/